Dharmendra

Dharmendra: সুস্থ হয়ে উঠেছেন ধর্মেন্দ্র, চার দিন হাসপাতালে কাটিয়ে ফিরে এলেন বাড়ি

পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০২২ ২২:২৪
Share:

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ধর্মেন্দ্র।

পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বাড়ি ফেরার পর নেটমাধ্যমে ভক্তকুলের উদ্দেশে বার্তাও দিয়েছেন সদাহাস্য অভিনেতা। তিনি বলেন, ‘‘বন্ধুরা, বাড়াবাড়ি কিছু করবেন না। আমি আমার শিক্ষা পেয়ে গিয়েছি।’’

দিন চারেক আগে পিঠে হ্যাঁচকা টান লেগে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল। এর পর রুটিন পরীক্ষার জন্যই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলে তাঁকে ভর্তি করে নেওয়া হয়। পরে ‘শোলে’-র বীরুকে আইসিইউ-তেও ভর্তি করা হয়েছিল বলে শোনা গিয়েছে। যদিও অভিনেতার ঘনিষ্ঠমহল সূত্রে সেই দাবি খারিজ করে দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন:

রবিবার বাড়ি ফিরে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে অভিনেতা। সেখানে তিনি বলেন, ‘‘বন্ধুরা, বাড়াবাড়ি কিছু করবেন না। আমি করেছি এবং ভুগেছি। পিঠে বড্ড যন্ত্রণা হয়েছিল। তা হাসপাতালে ছিলাম কিছু দিন। চার দিন খুবই কষ্ট হয়েছে। যদিও এখন আমি সুস্থই আছি। এ বার থেকে সতর্ক থাকব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement