Arun guha Thakurata

করোনায় মৃত্যু শিল্পীর

১৯৬২ সালে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন অরুণ। থিয়েটার থেকে তাঁকে সিনেমায় নিয়ে আসেন ঋত্বিক ঘটক।

Advertisement
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২০ ০০:৪৯
Share:

অরুণ

করোনাভাইরাসের কবলে এই প্রথম মৃত্যু দেখল টলিপাড়া। চলে গেলেন প্রবীণ অভিনেতা ও টেকনিশিয়ান অরুণ গুহ ঠাকুরতা। কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে প্রয়াত হয়েছেন অভিনেতা।

Advertisement

১৯৬২ সালে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন অরুণ। থিয়েটার থেকে তাঁকে সিনেমায় নিয়ে আসেন ঋত্বিক ঘটক। ‘বিসর্জন’ নাটকে ঋত্বিক করতেন রঘুপতির চরিত্র, অরুণ করতেন নক্ষত্ররায়। ‘সাঁকো’ নাটকে কাজ করার সূত্রে ঋত্বিকের সঙ্গে তাঁর প্রথম আলাপ। চিত্রনাট্য লেখার সহকারী হিসেবে অরুণকে ইউনিটে ডেকে নিয়েছিলেন পরিচালক। পরবর্তীকালে অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসেবে বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ-সহ বহু পরিচালকের ছবিতে কাজ করেছেন অরুণ, যার মধ্যে রয়েছে ‘লাল দরজা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘কালপুরুষ’, ‘মনের মানুষ’-এর মতো ছবি। সাম্প্রতিক কালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ইউনিটের অবিচ্ছদ্য অংশ ছিলেন অরুণ। ‘কেয়ার অব স্যার’, ‘ল্যাপটপ’, ‘সিনেমাওয়ালা’, ‘বিসর্জন’-সহ কৌশিক পরিচালিত প্রায় প্রতি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেত তাঁকে। ‘সিনেমাওয়ালা’ ছবিতে পরান বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অরুণ অভিনীত হরির চরিত্রটি প্রশংসিত হয়েছিল। সুমন ঘোষের ‘বসু পরিবার’ ছবিতেও সম্প্রতি কাজ করেছেন তিনি। তাঁর প্রয়াণের পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement