Varun Dhawan

ট্রোলের উত্তর কী ভাবে দিতে হয়, উদাহরণ দিলেন বরুণ ধবন

টুইটারে সম্প্রতি তাঁকে ট্রোল করতে এসেছিলেন এক নেটাগরিক। উল্টে বুমেরাং হয়ে তাঁরই দিকে ফিরে গিয়েছে ট্রোল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ০০:১১
Share:

বরুণ ধবন।

ট্রোলের উত্তর কী ভাবে দেবেন ভাবছেন? না না, ইউটিউবে কোনও ভাল টিউটোরিয়াল ভিডিয়ো পাবেন না। তার থেকে ভাল শিক্ষক এসে গিয়েছেন। বরুণ ধবন। টুইটারে সম্প্রতি তাঁকে ট্রোল করতে এসেছিলেন এক নেটাগরিক। উল্টে বুমেরাং হয়ে তাঁরই দিকে ফিরে গিয়েছে ট্রোল।

Advertisement

‘যুগ যুগ জিয়ো’ ছবির গোটা ইউনিটের করোনা পরীক্ষা হওয়ার পর জানা গিয়েছে বরুণ ধবন কোভিড আক্রান্ত। সেই প্রসঙ্গ তুলে বরুণকে এক নেটাগরিক লিখলেন, ‘ভাই, সত্যিই হয়েছে তো? নাকি এখানেও সাধারণ কাশির ওভারঅ্যাক্টিং করছেন?’ উত্তর এল, ‘আরিব্বাস! তুমি এত মজার কথা বলো? তোমার রসিকতা করার দক্ষতায় আমি মুগ্ধ। আমি আশা করব, তোমার আর তোমার পরিবারকে এই কষ্টটা না পেতে হয়। যদিও তোমার পরিবারকে তোমার রসবোধ সামলাতে একটু কষ্ট তো করতেই হয়, যা বুঝছি।’

কোভিডের মতো রোগে আক্রান্ত হওয়া মানুষকেও ট্রোল করতে ছা়ড়ে না মানুষ। সেটা দেখে হতবাক হয়ে গেলেন বরুণ। আর তাই তাঁর উত্তরে ট্রোলিং ছিল বটে, কিন্তু রাগ ছিল বেশি। আর ‘কুলি নম্বর ওয়ান’ ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই বরুণকে বলা হচ্ছে, তিনি ওভারঅ্যাক্টিং করছেন। আর তাই এই ট্রোলিংয়ে সেই প্রসঙ্গ উঠে এসেছে।

Advertisement

A post shared by Filmfare (@filmfare)

আরও পড়ুন: নায়ক-নায়িকা দু’জনেই সমকামী, আসছে রাজকুমার ও ভূমির ‘বধাই দো’

আরও পড়ুন: ‘দু’পয়সার সাংবাদিক’-দের পাশেই টলি তারকারা, কী বলছেন তাঁরা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement