সম্প্রতি বলিউডের একটি মি়ডিয়া রিপোর্ট বলছে, ২০১৫-র মোট আয়ের নিরিখে বলিউডের প্রথম তিনটি ছবির মধ্যে এটি দ্বিতীয় স্থানে রয়েছে। বলিউড বক্স অফিসে মাত্র ১৪ দিনেই ‘দিলওয়ালে’-র মোট আয় ৩৬৫ কোটি টাকা। কিন্তু তাতে কী? এই ব্যাপক সাফল্যেও খুশি হতে পারছেন না ছবির মূখ্য চরিত্রের অভিনেতারা। কিছু দিন আগে প্রথমে শাহরুখ, তারপর কাজল দিলওয়ালে নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। এ বার সে পথেই হাঁটলেন বরুণ ধবনও! ওই রিপোর্টের দাবি, ‘দিলওয়ালে’ ছবিতে তার চরিত্রটিকে যে ভাবে উপস্থাপন করা হয়েছে তাতে মোটেই খুশি নন বরুণ। গল্পে নাকি তাঁকে শুধুমাত্র ‘ফিলার’ হিসেবেই ব্যবহার করা হয়েছে।
কিছু দিন আগেই দেওয়া একটি বিবৃতিতে শাহরুখ বলেছিলেন, “দিলওয়ালের বক্স অফিস রিপোর্ট মোটেই আশানুরূপ নয়।” কাজলও নাকি তাঁর ঘনিষ্ঠ মহলের কাছে ‘দিলওয়ালে’ নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। দিলওয়ালে ছবিতে তাঁর কাজ করাটা নাকি একটা ‘বড় ভুল’ বলেই মনে করছেন তিনি। এ বার ‘দিলওয়ালে’ নিয়ে নিজের ক্ষোভ সামনে আনলেন বরুণ ধবনও!
খবরটা কতটা সত্যি তা এই মুহূর্তে বলা মুশকিল। তবে এটা মানতেই হবে, ছবির বেশির ভাগ অংশ জুড়ে যেখানে অ্যাকশনই বেশি প্রাধান্য পেয়েছে, যেখানে দু’দশকের বলিউডের সেরা রোম্যান্টিক জুটিও (শাহরুখ-কাজল) নিজেদের মধ্যে লড়াইতেই ব্যস্ত থেকেছেন, যেখানে বরুণ-কৃতির প্রেম মূলত হাস্যরস সৃষ্টি করেছে সেখানে ছবির প্রধান ত্রয়ীর অখুশি হওয়াটা খুব অস্বাভাবিক নয়। বাকি রইল শুধু কৃতির মতামত। তবে সেটা না জানলেও রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ যে সত্যিকারের দিলওয়ালেদের অর্থাত্ দেশে-বিদেশে ছড়িয়ে থাকা শাহরুখ-কাজল-বরুণদের লক্ষ লক্ষ ভক্তদের মোটিই খুশি করতে পারেনি তাতে কোনও সন্দেহ নেই।