lata mangeshkar

Lata Mangeshkar: এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, জানালেন বোন ঊষা

চিকিৎসকদের মতে, আরও কয়েক দিন হাসপাতালে তাঁকে পর্যবেক্ষণে রাখা উচিত। তাই এখনই বাড়ি ফেরার অনুমতি পাচ্ছেন না লতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৬:২১
Share:

দুই বোন ঊষা এবং লতা

করোনা আক্রান্ত লতা মঙ্গেশকরকে এখনই ছাড়া হবে না হাসপাতাল থেকে। মঙ্গলবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। লতার বোন ঊষা মঙ্গেশকর জানিয়েছেন, ৯২ বছরের গায়িকার বয়সের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তাঁদের মতে, আরও কয়েক দিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা উচিত বর্ষীয়ান সঙ্গীতশিল্পীকে। তাই এখনই বাড়ি ফেরার অনুমতি পাচ্ছেন না লতা।

ঊষা জানালেন, কোভিড পরিস্থিতির কারণেই পরিবারের কেউ লতার সঙ্গে দেখা করতে যেতে পারছেন না। কিন্তু তাঁরা খবর পেয়েছেন, গায়িকা এখন স্থিতিশীল। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি।

Advertisement

মঙ্গলবারই সংবাদসংস্থা এএনআইকে লতার ভাইঝি রচনা বলেছেন, ‘‘উনি আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। দয়া করে ওঁর জন্য প্রার্থনা করবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement