এ দেশে ভগবান রূপে পূজিত হন তারকারা। বৃষ্টি-বাদলা মাথায় নিয়ে তাঁদের দর্শন পেতে যান ভক্তরা। কিন্তু ছবিটা এত তাড়াতাড়ি বদলে যাবে তা বোধহয় কেউই ভাবতে পারেননি। তাও আবার কিছু অনলাইন সম্প্রচার মাধ্যমের উত্থানে। এখনও পর্যন্ত বেশ কিছু অনলাইন সম্প্রচার মাধ্যম এসেছে ভারতে। তবে সবচেয়ে জাঁকিয়ে বসেছে নেটফ্লিক্সই।
ডিজিটাল ভারতে ইন্টারনেট এখন অনেক সহজলভ্য। বেড়েছে শিল্পের কদর বোঝার মানুষও। চিরাচরিত মারদাঙ্গা বা প্রেম-ভালবাসার ছবি তাঁদের পোষায় না। বরং প্রথাগত ধারণা থেকে বেরিয়ে একটু অন্য ধরনের ছবি তাঁদের পছন্দ। আর সেই জায়গাটাই ধরছে নেটফ্লিক্স।
নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিলে পুরনো সিনেমা বা সিরিয়ালও দেখা যায়। তবে তাদের অরিজিনাল সিরিজগুলিই সবচেয়ে বেশি মন কেড়েছে দর্শকদের। যার মধ্যে অন্যতম হল ’সেক্রেড গেমস,’ ‘ঘাউল।’ খুব শীঘ্র আরও বেশ কিছু সিরিজ ও ছবি নিয়ে আসছে তারা। যা নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে।
বার্ড অফ ব্লাড: বিলাল সিদ্দিকির লেখা থ্রিলার। ২০১৫ সালে বইটি প্রকাশ পায়। তা থেকে সিরিজ তৈরি হচ্ছে। প্রযোজনা করছে শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’। মুখ্য চরিত্রে রয়েছেন ইমরান হাশমি। প্রাক্তন ‘র’ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
বাহুবলী: বিফোর দ্য বিগিনিং ইতিমধ্যেই বক্স অফিস মাতিয়েছে দু’-দু’টি ছবি। এ বার তারই স্পিন অব তৈরি হচ্ছে। শিবগামী দেবীর চরিত্রে অভিনয় করছেন টেলিভিশের জনপ্রিয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। ‘লাভ সনিয়া’ ছবিতে অভিনয় করে সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন তিনি।
হোটেল মুম্বই: ২৬/১১ মুম্বই হামলা নিয়ে তৈরি। অভিনয়ে রয়েছেন অস্কার মনোনীত দেব পটেল, আর্মি হ্যামার, জেসন আইজ্যাকস এবং অনুমপ খের।
রাজমা চাওয়াল: পূর্ণ্য দৈর্ঘ্যের ছবি এটি। ৩০ নভেম্বর মুক্তি পাচ্ছে। অভিনয়ে রয়েছেন ঋষি কপূর, অপারশক্তি খুরানা এবং আমায়রা দস্তুর। পরিচালনা করছেন লীনা যাদব।
কোবাল্ট ব্লু: সচিন কুন্ডলকরের লেখা মারাঠি উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে। ভাই-বোনের গল্প, যেখানে দু'জনই এক ব্যক্তির প্রেমে পড়ে। পরিবারের উপর তার কী প্রভাব পড়ে সেই গল্পই তুলে ধরা হয়েছে।
চপস্টিকস: মুখ্য চরিত্রে রয়েছেন ইউটিউব তারকা মিথিলা পালকর। গ্যাংস্টার দের হাত থেকে কীভাবে নিজের চুরি যাওয়া গাড়ি উদ্ধার করে মেয়েটি, তাই ফুটিয়ে তোলা হয়েছে। অভয় দেওল ও বিজয়া রাজও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।
লেয়লা প্রয়াগ আকবরের লেখা গল্প অবলম্বনে ছবিটি তৈরি করেছেন পরিচালক দীপা মেহতা। এক মায়ের গল্প। ১৬ বছর আগে কাছ ছাড়া হওয়া মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন যিনি। মুখ্য চরিত্রে রয়েছেন হুমা কুরেশি।
বুলবুল: অনুষ্কা শর্মার 'ক্লিন স্লেট ফিল্মস'-এর প্রযোজনায় তৈরি হচ্ছে। ছবিতে কুসংস্কার এবং পুরনো ধ্যান ধারণার গল্প তুলে ধরা হয়েছে। যেখানে একটা মহামারিতে উজার হয়ে যায় একটা গোটা গ্রাম।
১৫ অগস্ট: এই মারাঠি ছবির হাত ধরে প্রযোজনায় আসছেন মাধুরী দীক্ষিত। মুম্বইয়ের এক বস্তিতে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন এবং তাকে ঘিরে নানা ঘটনা তুলে ধরা হয়েছে।
মিউজিক টিচার: সবচেয়ে অপছন্দের ছাত্রটিই একদিন বলিউডের নামজাদা গায়ক হয়ে যায়। তাতে মানসিক যন্ত্রণায় ভুগতে শুরু করেন তাঁর গুরু। 'তুমহারি সুলু' খ্যাত মানব কউল মুখ্য চরিত্রে রয়েছেন। পরিচালনা করছেন বঙ্গতনয় সার্থক দাশগুপ্ত।