সদ্য বোলপুর এবং কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং হল নতুন এক গা ছমছমে ছবির। নতুন প্রযোজনা সংস্থা ইন্দোশ্রী প্রোডাকশনস-এর প্রথম ছবি ‘ভূত’পূর্ব।
ছবিতে বিভিন্ন চরিত্রে থাকছেন সত্যম ভট্টাচার্য, অমৃতা চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, সপ্তর্ষি মৌলিক, সন্দীপ্তা সেন এবং সুহোত্র মুখোপাধ্যায়।
বাংলা সাহিত্যের তিনটি জনপ্রিয় গল্প নিয়ে ছবি। তারই একটিতে রয়েছেন সন্দীপ্তা।
অমৃতার হাতে কেন গয়না তুলে দিলেন সত্যম?
সাধাসিধে গোবেচারা চেহারা। কিন্তু সুহোত্রর মনে কি গোলমেলে কোনও ভাবনা?
এ কীসের ধ্যানে বসলেন সপ্তর্ষি?
রূপাঞ্জনাকে দেখে বাংলা সাহিত্যের কোন চরিত্রের কথা মনে পড়ে?
আটপৌরে শাড়ি-গয়নায় অমৃতা যেন পুরোদস্তুর গৃহিণী।
সত্যমকে দেখে গতিপ্রকৃতি কেমন বুঝছেন?
এই ছবিতেই পরিচালনায় হাতেখড়ি হচ্ছে অভিনব মুখোপাধ্যায় ও কাকলি ঘোষের। কাহিনি-চিত্রনাট্য সুজয় সরকারের। ক্যামেরায় থাকছেন সৌম্যদীপ্ত গুঁই।