Entertainment News

‘পদ্মাবতী’ বিতর্ক যে প্রশ্নগুলি তুলে দিল

সঞ্জয় লীলা ভংশালী পরিচালিত ‘পদ্মাবতী’ মুক্তি পাওয়ার কথা ছিলআগামী ১ ডিসেম্বর। কিন্তু,প্রতিবাদের জেরেচাপের মুখে পিছিয়ে গিয়েছে সেই মুক্তির দিন।বিতর্ক ক্রমে ছড়িয়ে পড়ছে গোটা দেশে। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি প্রশ্ন উঠছে, যার উত্তর আজও অধরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ১৭:০৩
Share:
০১ ১০

সঞ্জয় লীলা ভংশালী পরিচালিত ‘পদ্মাবতী’ মুক্তি পাওয়ার কথা ছিলআগামী ১ ডিসেম্বর। কিন্তু,প্রতিবাদের জেরেচাপের মুখে পিছিয়ে গিয়েছে সেই মুক্তির দিন।বিতর্ক ক্রমে ছড়িয়ে পড়ছে গোটা দেশে। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি প্রশ্ন উঠছে, যার উত্তর আজও অধরা।

০২ ১০

দেশজুড়ে বিতর্ক। চাপের মুখে ছবি মুক্তির দিন পিছিয়ে দিয়েছে ‘পদ্মাবতী’ ছবি নির্মাতা সংস্থা। মূল আপত্তি রাজপুতদের। ছবির শুটিংপর্ব চলাকালীনই ভাঙচুর চালিয়েছিল রাজপুত করণী সেনা।শুটিং ফ্লোরে মারধর করা হয়েছিল পরিচালক সঞ্জয় লীলা ভংশালীকে।কিন্তু কেন? ছবির চিত্রনাট্যে কী রয়েছে, তা কেমন করে জানতে পারলেন বিক্ষোভকারীরা? রয়েছে প্রশ্ন।

Advertisement
০৩ ১০

একটা অংশের দাবি, ছবির পরিচালক সঞ্জয় লীলা ভংশালীর বিরুদ্ধেই ষড়যন্ত্র করে এ কাজ করানো হয়েছে। কিন্তু, কেন?

০৪ ১০

ট্রেলার মুক্তির পর থেকেই ছবিতে‘আপত্তিকর’ দৃশ্য থাকার অভিযোগ তুলেছেরাজপুত করণী সেনা। তাদের দাবি, ছবিতে রানি পদ্মাবতীর নাচের দৃশ্য, আলাউদ্দিন খিলজির সঙ্গে রানির আপত্তিকর স্বপ্ন-দৃশ্য দেখানো হয়েছে। কিন্তু ট্রেলারে তো এমন কিছু দেখানো হয়নি। তাহলে তাঁরা কী ভাবে এই দৃশ্যের কথা জানতে পারলেন?

০৫ ১০

ছবি না দেখেই, ইতিহাসকে বিকৃত করার অভিযোগ কী ভাবে তুলছে করণী সেনা? এর পিছনে যুক্তিটাই বাকী? রয়েছে ধোঁয়াশা।

০৬ ১০

‘পদ্মাবতী’ বিতর্কে ঢুকে পড়েছে রাজনৈতিক দলগুলিও। প্রশ্ন উঠছে শাসকদলের ভূমিকা নিয়ে। বিরোধী দল কংগ্রেসের ভূমিকাকেও অনেকে দ্বিচারিতা বলে আখ্যা দিয়েছেন।

০৭ ১০

একদিকে কংগ্রেস যখন গোটা বিষয়টির দায় বিজেপিরঘাড়ে চাপিয়েছে, তখন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ বিজেপি-র সুরেই গলা মিলিয়েছেন। তিনিও মনে করেন, ‘পদ্মাবতী’তে ইতিহাস বিকৃত করা হয়েছে। অন্যদিকে, তাঁর দলের অপর নেতা কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়িয়েছেন। এত রাজনৈতিক চাপানউতোর কেন, প্রশ্ন উঠছে।

০৮ ১০

এই বিতর্কের মাঝেই জানা যায়, সঞ্জয় লীলা ভংশালী রাজপুতও সাংবাদিককের একাংশের জন্য ছবিটির স্পেশ্যালস্ক্রিনিং-এর ব্যবস্থা করেছিলেন। যার জেরে সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন)-র চেয়ারম্যান প্রসূন যোশীর রোষের শিকার হন তিনি। এখানে প্রশ্ন, ছবিতে বিতর্কিত কিছু না থাকলে কেন সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই স্পেশ্যাল স্ক্রিনিং করলেন পরিচালক?

০৯ ১০

আবার অন্য একটা অংশের আশঙ্কা, বিতর্কের জেরে এ বছরই হয়তো ‘পদ্মাবতী’ মুক্তি-ই পাবে না।

১০ ১০

তাহলে কি এই ‘পদ্মাবতী’ বিতর্ক পুরোটাই পাবলিসিটি স্টান্ট? একটা অংশের মত এমনটাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement