১৫ জানুয়ারি রাতে এক পারিবারিক অনুষ্ঠানে বাবা-মায়ের বিয়ের সাক্ষী থাকলেন উজান। ছবি:ফেসবুক
বাবা-মায়ের বিয়ে! তা কি আর সন্তানেরা সামনে থেকে দেখার সুযোগ পান? কিন্তু দেখে ফেললেন কৌশিক গঙ্গোপাধ্যায় আর চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান গঙ্গোপাধ্যায়। কী ভাবে? সেই গল্পই শোনালেন আনন্দবাজার অনলাইনকে।
১৫ তারিখ রাতে এক পারিবারিক অনুষ্ঠানে বাবা-মায়ের বিয়ের সাক্ষী থাকলেন উজান। রাতেই শুরু হল উৎসব। সে ছবি ভাইরাল সমাজমাধ্যমে। উজান বললেন, ‘‘অপূর্ব অভিজ্ঞতা! মা-বাবার মালাবদল দেখার চাক্ষুষ অভিজ্ঞতা আগে হয়নি। এক আত্মীয়ের বাচ্চার জন্মদিনের অনুষ্ঠানেই কেক কাটা হল, তার পর ছিল সারপ্রাইজ়। বাবা-মায়ের জন্য মালা রাখা ছিল। মালাবদল করল ওরা। আমিও জানতাম না, ওদেরও জানা ছিল না কিছু।’’
যদিও কৌশিক-চূর্ণীর ৩০ বছরের বিবাহবার্ষিকী আসলে ১৬ জানুয়ারি। তবে আগের রাতে উদ্যাপন কেন? উজান বললেন, ‘‘বিশেষ কোনও আয়োজন কোনও দিনই করতে হয় না। আমরা বরাবর নিজেদের মতো থাকি। হয়তো বেরোব, হয়তো ছবি দেখব, আলোচনা করব। তেমন কিছু ভাবা হয়নি।’’
অন্য দিকে স্মৃতিমেদুর পোস্ট চূর্ণীরও। কৌশিক তাঁকে সিঁদুর পরাচ্ছেন। সেই ছবি দিয়ে লিখলেন, ‘‘৩০ বছর আগের কথা। সেই মুহূর্ত, যখন সামনে কী আছে না জেনেই নতুন জীবনে আত্মসমর্পণ।’’
আরও লেখেন, কৌশিক তখন স্কুলে মাস্টারি করেন। আর চূর্ণী? তিনি বিয়ের আগের দিনই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। দ্বিধা থরথর পায়ে শ্বশুরবাড়ি প্রবেশের সেই দিন তাঁর মনে পড়ে যাচ্ছে আজ। কৌশিক তার পর ছবির জগতে এলেন। চূর্ণীর কথায়, “নতুন বাড়ি, উৎকণ্ঠা। তার পর ছবির জগৎ। তার মাঝেই এসে পড়ল ছোট্ট আর এক জীবন, উপহারের মতো, নাম উজান।’’