Uday Chopra

Uday Chopra: নায়ক হিসেবে ডাহা ফেল, উদয়ের আয় শুনলে অবাক হতে পারেন

আগে কোভিড হয়নি রুদ্রনীলের। এই প্রথম। অভিনেতা জানালেন, হাল্কা জ্বর রয়েছে। সঙ্গে গা-হাত পা ব্যথা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ১৭:২৬
Share:

নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি উদয়।

‘মেরি ইয়ার কি শাদি হ্যায়’, ‘নীল অ্যান্ড নিকি’, ‘প্যায়ার ইমপসিবল’— এই ছবিগুলির মধ্যে সাদৃশ্য খুঁজে বার করতে পারবেন?

Advertisement

উত্তরটা বলেই দেওয়া যাক। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ছবিগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর এই তিনটি ছবিরই নায়ক বলিউডের প্রথম সারির প্রযোজক যশ চোপড়ার পুত্র উদয় চোপড়া। বাবা এবং দাদা আদিত্য চোপড়ার মতো ক্যামেরার পিছনে নিজেকে সীমাবদ্ধ না রেখে অভিনয় করেছেন একাধিক ছবিতে। কিন্তু নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে পারেননি নিজেকে। এখন আর তিনি ছবি করেন না। পারতপক্ষে পার্শ্ব চরিত্রেও দেখা যায় না তাঁকে। কিন্তু তাতেও ভাটা পড়েনি রোজগারে। উদয়ের আয় শুনলে অবাক হয়ে যেতে পারেন আপনিও।

উদয়ের মোট সম্পদের পরিমাণ ৫০ লক্ষ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ কোটি টাকা। উদয় তাঁর দাদার সঙ্গে ‘যশরাজ ফিল্মস এন্টারটেনমেন্ট’-এর ব্যবসা দেখাশোনা করেন। ‘ইয়োমিক্স’ নামে তাঁর নিজের একটি সংস্থাও রয়েছে। যশরাজ ফিল্মসের বিভিন্ন বিখ্যাত ছবির কমিকস তৈরি করে এই সংস্থা। লাভও করে প্রচুর।

Advertisement

নায়ক হিসেবে পাশ নম্বর পাননি ঠিকই। তবে ব্যবসায়ী হিসেবে উদয় যে সফল, তা আর আলাদা করে বলে দিতে হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement