টুইঙ্কল খন্না। ছবি: টুইঙ্কলের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানই হোক বা সদ্য মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’— বাস্তব পরিস্থিতি যে বিশেষ একটা বদলায়নি তা যেন ফের সামনে আনল টুইঙ্কল খন্নার একটি পোস্ট।
আরও পড়ুন, এনগেজমেন্ট সেরে ফেললেন পূজা বন্দ্যোপাধ্যায়
শনিবার মর্নিং ওয়াকে বেরিয়ে জুহু বিচে এক ব্যক্তিকে প্রকাশ্যে টয়লেট করতে দেখেন টুইঙ্কল। সঙ্গে সঙ্গে সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘গুড মর্নিং। আমার মনে হয় এটাই টয়লেট এক প্রেম কথা পার্ট টু’-এর প্রথম দৃশ্য হতে চলেছে।’
আরও পড়ুন, ‘সাহো’তে প্রভাসের পারিশ্রমিক কত জানেন?
গোটা ব্যাপারটি যদিও মজা করে বলেছেন টুইঙ্কল। তবে ছবিটি দেখে বোঝা যাচ্ছে বাস্তব পরিস্থিতির বদল এত সহজ নয়। প্রধানমন্ত্রী দীর্ঘ দিন ধরে স্বচ্ছ ভারত অভিযানের পক্ষে সওয়াল করছেন। অক্ষয় কুমারের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’-র বিষয়ও একই। তবে রিল ছবি বা রিয়েল স্লোগান কোনও কিছুই এখনও তেমন বদল যে ঘটাতে পারেনি তার প্রমাণ হাতেনাতে পেলেন টুইঙ্কল।