Password

রেভ পার্টিতে এক সঙ্গে রুক্মিণী আর আদ্রিত, খুঁজতে এলেন দেব!

দেব, রুক্মিণী বা আদ্রিত ছাড়াও ছবিতে দেখা যাবে পাওলি এবং পরমব্রতকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২১
Share:

আদ্রিতের সঙ্গে রুক্মিণীর রোম্যান্স।

রেভ পার্টি চলছে। চারিদিকে নিওন আলোর ঝলকানি। নেশায় বুঁদ হয়ে রয়েছে সব্বাই। কালো রঙের পোশাকে রুক্মিণী ওরফে নিশাও পুরোদস্তুর ‘ট্রিপি মোড’-এ। দোসর আদ্রিত। নেশায় মজেছেন তিনিও। নিজেদের মধ্যে রোম্যান্সে ব্যস্ত তাঁরা। এমন সময়েই দেব, অর্থাৎ ডিসিপি রোহিত দাশগুপ্তর টিম সমেত গ্র্যান্ড এন্ট্রি। খুঁজতে এসেছেন আদ্রিত-রুক্মিণীকে।

Advertisement

দেব-রুক্মিণী অভিনীত ‘পাসওয়ার্ড’-এর প্রথম গান ‘ট্রিপি লাগে’-তে দেখা গেল এমনই কিছু দৃশ্য। পুরো গান জুড়েই কেমন এক ঘোর লাগা আচ্ছন্নতা। শনিবার আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল ‘পাসওয়ার্ড’-এর ওই প্রথম গান। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় জানালেন, এই ছবিতে দু’টি গান রয়েছে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন স্যাভি। ‘ট্রিপি লাগে’ কোরিওগ্রাফ করেছেন বাবা যাদব। মুক্তি পাওয়ার এক ঘণ্টার মধ্যেই বারো হাজার মানুষ দেখে ফেলেছেন সেই গানের ভিডিয়ো।

Advertisement

পর পর পাঁচটি ছবিতে দেবের সঙ্গে চুটিয়ে রোম্যান্স করার পর অবশেষে রুক্মিণীকে অন্য কারও সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে ওই গানে। “এ নিয়ে দেবের কী বক্তব্য?” রুক্মিণী প্রশ্ন ছুড়ে দিলেন দেবের দিকে। দেবের বক্তব্য, “আদ্রিত খুবই ভাল অভিনেতা। সত্যি বলতে, গানটি যখন শুট হয় তখন আমি মাত্র আধ ঘণ্টার জন্য সেখানে গিয়েছিলাম,তা-ও এক বিশেষ কাজে। গিয়ে দেখলাম দু’জনেই বেশ একটা মাখো মাখো দৃশ্য শুট করছে। আমি থাকলে যদি কারোর অস্বস্তি হয়, তাই বেরিয়ে গিয়েছিলাম কাজ মিটিয়েই।”

ছবি নিয়ে আশাবাদী পরিচালকও। দেব নিজেও উচ্ছ্বসিত। দেব, রুক্মিণী বা আদ্রিত ছাড়াও ছবিতে দেখা যাবে পাওলি এবং পরমব্রতকে। পুজোর মরসুমে, ২অক্টোবর হলে আসবে টেকনো থ্রিলার ছবি ‘পাসওয়ার্ড’।

আরও পড়ুন- ‘সোয়েটার’-এর সাফল্যের পর আসছে শিলাদিত্যের ‘হৃৎপিণ্ড’

আরও পড়ুন- গাড়ি ছেড়ে মেট্রোয় অক্ষয়, ভক্তদের দিলেন ‘গুড নিউজ’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement