Trina Saha

অনুগামীদের দিকে নাচের চ্যালেঞ্জ ছুড়ে দিল গুনগুন

রিল লাইফের সঙ্গে রিয়েল লাইফেও বিয়ের সানাই বাজল বলে। আর তাঁর আনন্দের বহিঃপ্রকাশ ঘটছে নেটদুনিয়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ১৬:২২
Share:

তৃণা সাহা ও কৌশিক রায়।

‘টুম্পা’-র পর এ বার ‘সজনা বে সজনা’। বিয়ের আনন্দ যেন সামলাতেই পারছেন না গুনগুন ওরফে তৃণা সাহা। শুধু কি তাই, রিল লাইফের সঙ্গে রিয়েল লাইফেও বিয়ের সানাই বাজল বলে। আর তাঁর আনন্দের বহিঃপ্রকাশ ঘটছে নেটদুনিয়ায়। অভিনেত্রী তৃণা সাহার নাচের ভিডিয়োয় তাল মেলাচ্ছে গোটা ইনস্টা দুনিয়া। সম্প্রতি যে ভিডিয়োটি তিনি পোস্ট করেছেন, সেটিতেও তাঁর ‘স্কোয়াড’ তাঁর সঙ্গে নাচছেন। অভিনেত্রী সোনাল মিশ্র এবং প্রিয়ঙ্কা মিত্র। এই ত্রয়ীর নাচের সিরিজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Advertisement

যদিও এ বারে শুধু নাচই করলেন না। অনুগামীদের দিকে ছুঁড়ে দিলেন নাচের চ্যালেঞ্জও। 'নিজের স্কোয়াডের (বন্ধুরা) সঙ্গে নেচে ভিডিয়ো করে আমাদের ট্যাগ করুন। পছন্দ হলে আমাদের স্টোরিতে পোস্ট করব।' লাল শাড়িতে চমৎকার লাগছে গুনগুনকে। ততটাই নজর কাড়ছে চিনি আর সাজি।

ও দিকে গুনগুন ও সৌজন্যর বিয়ে হয়ে গেল মহা আনন্দে। নতুন মেগা ‘খড়কুটো’-র প্রেমের গল্পে মজে রয়েছেন বাংলার দর্শক। আর তারই মধ্যে গুনগুন অর্থাৎ তৃণা সাহার ভিডিয়োর জন্যও যেন মুখিয়ে থাকে সিরিয়ালের দর্শক। এর আগে ‘খোকাবাবু’ সিরিয়ালে অভিনয় করেছেন তৃণা।

Advertisement

A post shared by Trina Saha (@trinasaha21)

আরও পড়ুন: নতুন গাড়ি কিনলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, বিয়ের প্রস্তুতি শুরু?

আরও পড়ুন: প্রম্পটার থেকে অভিনেতা, ‘মছলিবাবা’ মনুর আসল নামটাই অনেকের অজানা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement