Yash Dasgupta

Tridha-Nikhil: যশের নায়িকা নিখিলের মডেল! দূরে সরছেন ত্রিধা?

ত্রিধার সাহসী মন্তব্য, ‘তোমার প্রেমিক তোমার প্রতি আকর্ষণ হারালে নতুন প্রেমিক খোঁজো!’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২১ ১৯:৩৯
Share:

ত্রিধা চৌধুরী এবং নিখিল জৈন।

হলুদ বিকিনির উপরে আকাশ নীল স্যুইম গাউন। কিন্তু তাতে কি সৌন্দর্য, যৌবন আটকানো যায়? বুধবার এ ভাবেই আলোকচিত্রীর ক্যামেরায় বন্দি ত্রিধা চৌধুরীর ছিপছিপে শরীর। এই ছবি দিয়েই ত্রিধার সাহসী মন্তব্য, ‘তোমার প্রেমিক তোমার প্রতি আকর্ষণ হারালে নতুন প্রেমিক খোঁজো!’ ফের খোলামেলা ছবি। ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। এ ভাবেই ফের চর্চায় ত্রিধা চৌধুরী।


অভিনেত্রী-মডেলের এই ছবি আর মন্তব্য দেখেই টনক নড়েছে ৩৫ হাজার নেটাগরিকের। তাঁদের প্রশ্ন, কেন এ কথা লিখলেন ত্রিধা? কৌতূহলের চোটে বেশ কিছু মানুষ এর পরেই ঢুঁ মেরেছেন নিখিল জৈনের ইনস্টাগ্রামে। সেখানেই কি লুকিয়ে রহস্যের চাবিকাঠি? নুসরত জাহানের ‘সহবাস সঙ্গী’-র স্টোরি জুড়ে সঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ছবির গায়ে লেখা মন্তব্য বলছে, তিনিও নিখিলের সংস্থায় মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। তাই কি ত্রিধার এ হেন অভিমান? যদিও নিখিল-ত্রিধা বরাবর বলে এসেছেন, তাঁরা ভাল বন্ধু, স্কুল-প্রাক্তনী।

Advertisement

মডেল-অভিনেত্রী যদিও বরাবরের মতো ছবি দিয়ে, মন্তব্য লিখেই খালাস। এ দিকে সব দেখেশুনে নতুন রোমান্সের গন্ধ পাচ্ছে ইন্ডাস্ট্রি। কিছু দিন আগেই নিখিলের একটি পোস্টে মন্তব্য করেছিলেন রাইমা সেন। তাঁকে ঘিরেও শুরু হয়েছিল গুঞ্জন। তবে সেই সময় কিন্তু ত্রিধাকে এ ভাবে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি।

পাশাপাশি নেটদুনিয়া বলছে, সঞ্জনা টলিউডে একেবারে অচেনা নন। ওমানে জন্মানো সঞ্জনার পড়াশোনা মাসকট কলেজে। কলকাতায় এসে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার পরে সঞ্জনা চোখে পড়ে যান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের। তাঁর প্রথম বাংলা ছবি ‘ফিদা’ মুক্তি পেয়েছিল ২০১৮-য়। ইন্ডাস্ট্রি বলছে, সঞ্জনার সঙ্গে নিখিলের যোগাযোগের নেপথ্য কারণ নাকি যশ দাশগুপ্ত! নায়িকার প্রথম ছবির নায়ক ছিলেন তিনিই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement