সৌমিত্র চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।
নতুন করে শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বুধবার তাঁর শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) হয়েছে। সফল হয়েছে সেই অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে। মঙ্গলবারই চিকিৎসকরা জানিয়েছিলেন সৌমিত্রর শ্বাসনালিতে অস্ত্রোপচার করা হবে।
চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ হিসেবে সৌমিত্রর প্লাজমাথেরাপির চিন্তাভাবনা চলছে। যদি সব ঠিকঠাক থাকে বৃহস্পতিবারই এই থেরাপি করা হতে পারে। এরই সঙ্গে অরিন্দমবাবু আরও জানিয়েছেন, সৌমিত্রর শরীরের অন্যান্য মাপকাঠিগুলো ঠিকই রয়েছে। তবে তিনি খুবই দুর্বল। তাঁর চিকিত্সায় কো-মর্বিডিটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে চিকিৎসকদের কাছে। আর সে কারণেই খুব সতর্ক ভাবে প্রতিটি পদক্ষেপ করতে হচ্ছে বলে এ দিন জানিয়েছেন অরিন্দমবাবু।
গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র। চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার উত্থান-পতন লেগেই ছিল। তবে বিপদ না কাটলেও আপাতত স্থিতিশীল রয়েছেন সৌমিত্র।