Jeet's daughter's birthday

‘তুই জীবনে আসার পরে ওই কথার অর্থ বুঝেছি’, কন্যার জন্মদিনে আবেগপ্রবণ অভিনেতা জিৎ

বারো বছর পূর্ণ হল জিৎ-কন্যা নবন্যার। ১২-১২-১২, এমনই একটি তারিখে জিৎ ও তাঁর স্ত্রী মোহনার কোলে এসেছিল নবন্যার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬
Share:

জন্মদিনে কন্যা নবন্যাকে শুভেচ্ছা বাবা জিতের। ছবি: সংগৃহীত।

ছবির প্রচার ছাড়া কখনও প্রকাশ্যে আসতে দেখা যায় না তাঁকে। তবে তিনি যে আদ্যপান্ত ‘ফ্যামিলি ম্যান’ তার প্রমাণ একাধিক বার পেয়েছেন অনুরাগীরা। তাঁর সমাজমাধ্যম জুড়ে ছবি ও কাজ সংক্রান্ত পোস্ট। বাকিটা পরিবারের জন্য। তাই মেয়ের জন্মদিনেও একেবারে ঘরের ছবি তুলে ধরলেন টলি তারকা জিৎ।

Advertisement

বারো বছর পূর্ণ হল জিৎ-কন্যা নবন্যার। ১২-১২-১২ (১২ ডিসেম্বর ২০১২) এমনই একটি তারিখে জিৎ ও তাঁর স্ত্রী মোহনার কোলে আবির্ভাব নবন্যার। একমাত্র মেয়ের নানা মুহূর্ত একটি ভিডিয়োতে ভাগ করে নিয়েছেন জিৎ। কখনও বাড়িতে সে খুনসুটি করছে, কখনও বা বাবার সঙ্গে আদুরে ফোটোশুটে ব্যস্ত। কখনও মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে, কখনও আবার ভাইকে কোলে নিয়ে আদর করছে নবন্যা।

এই ভিডিয়ো ভাগ করে জিৎ লিখেছেন, “নিজে যখন বাবা-মা হবি, তখন বুঝবি...’ আমরা সকলেই আমাদের বাবা-মায়ের থেকে এই কথাটা কখনও না কখনও শুনেছি। ২০১২ সালের ১২ ডিসেম্বর, তুই আমাদের জীবনে আসার পরে এই কথার সঠিক অর্থ আমি বুঝতে শিখি। স্বার্থহীন ভালবাসা সত্যিই কোনও ম্যাজিকের থেকে কম কিছু নয়। সন্তান না হলে এই অনুভূতি বলে বোঝানো অসম্ভব। আমি খুব আনন্দিত তুই আমাদের জীবনে আছিস। আমার বাবা-মাকেও অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ। সোনালি জন্মদিনের অনেক শুভেচ্ছা নবন্যাকে।”

Advertisement

মেয়ের থেকে অনেক কিছু শিখছেন বলেও জানান জিৎ। ‘জেন জ়ি’ ও ‘আলফা’ প্রজন্মের ভাষাও শিখছেন তারকা। অভিনেতার কথায়, “বিষয়টা দ্রুত শেখা একটু কঠিন। তবে আমি প্রতিজ্ঞা করছি, আমি চেষ্টা করে যাব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement