Devlina Kumar

‘বাবা দেবাশিস কুমারের বৌ ভেবেছিল আমায়’, মোটা হওয়ার জন্য কী কী শুনতে হয়েছিল দেবলীনাকে?

অনেক কষ্ট করে নিজের ওজন কমিয়েছেন দেবলীনা কুমার। বাড়তি ওজন থাকাকালীন কী কী কথা সহ্য করতে হয়েছে তাঁকে, সে কথাই বললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৩ ১৫:৫৪
Share:

এত বছর পর কী অনুভূতি দেবলীনার? ছবি: সংগৃহীত।

প্রত্যেকটা মানুষের গড়ন আলাদা। কেউ রোগা, কেউ মোটা। অনেকে আবার বেঁটে, লম্বা। নানা জনের গড়ন নানা ধরনের। তা নিয়ে মানুষের মন্তব্যের শেষ নেই। কারও রোগা হলেও সমস্যা আবার মোটা হলে কটূক্তি শুনতে হয়। বর্তমান যুগে দাঁড়িয়ে যদিও তা অস্বাভাবিক, তবু এমন ঘটনা ঘটেই থাকে। তা নিয়ে একটা আস্ত সিনেমাও বানিয়ে ফেলেছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। ছবির মূল মন্ত্রই হল ‘ফাটাফাটি’ থাকা। সেই মন্ত্রে বিশ্বাসী অভিনেত্রী দেবলীনা কুমার। পোস্ট করলেন তাঁর দু’টি সময়কালের ছবি।

Advertisement

ইন্ডাস্ট্রির অনেকেই জানেন, এক সময় দেবলীনার ওজন অনেকটাই বেশি ছিল। যদিও এখন তিনি ছিপছিপে। ওয়ার্কআউট তাঁর খানিকটা নেশার মতো। প্রতি দিন জিমে গিয়ে ঘাম ঝরান। সাইকেল চালান। সেই দেবলীনাকে এক সময় অনেক রকম কথা শুনতে হয়েছে। অভিনেত্রী লেখেন, “যখন আমার ওজন খানিকটা বেশি ছিল তখন অনেকে নানা কথা বলেছেন, এক জন তো আমায় বাবা দেবাশিস কুমারের বৌ বলেছিলেন।” এত বছর পর কি অনুভব করলেন তিনি?

দেবলীনা লেখেন, “এত বছর পরে আমি অনুভব করতে পেরেছি, ইচ্ছে মতো বাঁচা উচিত। যার যেমনই চেহারা হোক, তাতে যেন সে খুশি থাকে এবং সুস্থ থাকে। কারও জন্য নিজেকে বদলানো উচিত নয়।” নায়িকার জীবনের একটাই মন্ত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement