অঙ্গনা রায়। —ফাইল চিত্র।
পুজোয় সকলে ব্যস্ত কেনাকাটায়, পুজোর পরিকল্পনা করতে। বাংলা সিরিয়ালের নতুন অভিনেত্রী তখন সকাল থেকে রাত পর্যন্ত শুধুই শুটিং করে চলেছেন। তাঁর অভিনয় জীবন শুরু হয়েছে বহু বছর হল। কিন্তু প্রথম বার ছোট পর্দায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী অঙ্গনা রায়। সিরিয়ালের শুটিং মানে তো মাসে একটা ছুটি। দিনে ১৪ ঘণ্টা শুটিং করতে হয় তাঁদের। এমন ব্যস্ততার ফাঁকে পুজোর চারটে দিন কী ভাবে পরিকল্পনা করেছেন অভিনেত্রী? আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় অঙ্গনার সঙ্গে। কয়েক মাস পরেই আসবে তাঁর প্রথম সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’। এই পুজোয় কী পরিকল্পনা তাঁর?
আনন্দবাজার অনলাইনকে অঙ্গনা বলেন, “চার দিন শুধুই বন্ধুবান্ধব আর পরিবার। এ বছর দাদু আছে। তাই দাদুর সঙ্গেই অনেকটা সময় কাটানোর পরিকল্পনা। মা-বাবার সঙ্গে অনেকটা সময় কাটাব। বেশ কিছু বন্ধু পুজোর সময় কলকাতায় আসবে। ফলে প্রতি দিন কারও না কারও সঙ্গে দেখা করার পরিকল্পনা।” কলকাতায় জীবনের বেশির ভাগ সময় কাটলেও স্কুলের ছুটি পড়লেই আসানসোলে চলে যেতেন। তাই এখনও পুজো মানে সেখানকার কথাই মনে পড়ে অঙ্গনার।
তিনি বললেন, “আমার কাছে পাড়ার পুজো মানে এখনও আসানসোলের পুজো। তাই এখানে সেই আমেজটা ঠিক পাই না। ছোটবেলার সেই দিনগুলোই বার বার মনে পড়ে।” এই পুজোয় মা-বাবার থেকে কোনও উপহার নিতে চান না। বরং মা-বাবা, দাদুকে তাঁদের পছন্দ মতো পোশাক কিনে দিয়েছেন অভিনেত্রী। যদিও অঙ্গনা নিশ্চিত, তাঁর মা ঠিক কিছু না কিছু কিনে রেখেছেন তাঁর জন্য। সেটা অবশ্য তাঁর কাছে সারপ্রাইজ়।