Nusrat Jahan

যশ নয়, কার উদ্দেশে নুসরত গাইলেন ‘মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়..’

টলিপাড়ার চর্চিত জুটি যশ-নুসরত। তাঁদের প্রেমেই কি এ বার ভাটা। অন্য কারও জন্য প্রেমের গান গাইলেন নুসরত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১১:২৪
Share:
যশ নয়, কার জন্য প্রেমের গান গাইলেন নুসরত জাহান?

যশ নয়, কার জন্য প্রেমের গান গাইলেন নুসরত জাহান? ফাইল চিত্র।

নায়িকা মানেই কড়া ডায়েট। খাবারে কোনও কার্বস থাকবে না৷ অর্থাৎ ভাত তো পুরো বাদ। কিন্তু এই নায়িকার ক্ষেত্রে যেন সবই উল্টো। নুসরত জাহান। বরাবরই স্রোতের বিপরীতে গা ভাসাতে পছন্দ করেন। তা ডায়েটের ক্ষেত্রেও তার অন্যথা হল না।

Advertisement

শনিবার রাতে এক থালা ভাত আর ডাল নিয়ে ভিডিয়ো করলেন৷ সঙ্গে আবার প্রেমের গান৷ ‘মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়’। দেখে মনে হচ্ছে যশের থেকেও এই ডাল-ভাতের জন্য তিনি বেশি পাগল। বলা যেতে পারে যশ নয়, তাঁর ভালবাসা যেন এই ডাল-ভাতই।

নুসরত যে খেতে ভালবাসেন, সে কথা সকলের জানা। শুধু খেতে নয়, রান্না করতেও বেশ পছন্দ করেন নায়িকা। যদিও তাঁকে দেখলে সে কথা বোঝার উপায় নেই।

Advertisement

প্রসঙ্গত, বেশ অনেক দিন বড়পর্দা থেকে দূরে নায়িকা। তাঁর অভিনীত 'জয় কালী কলকাত্তাওয়ালি' মুক্তি পাবে ওটিটি-তে৷ নতুন ভাবে নুসরতকে দেখার অপেক্ষায় দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement