Saheb Bhattacharya

প্রথম বার সিরিয়ালে অভিনয় করতে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে! বিপরীতে নায়িকা কে?

তাঁকে ছোট পর্দায় সঞ্চালক হিসাবে দেখেছেন দর্শক। এ বার সিরিয়ালে অভিনয় করতে চলেছেন সাহেব ভট্টাচার্য। গল্পের নায়িকা কে?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ১৪:০৫
Share:

সাহেব ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

তাঁকে ছোট পর্দায় সঞ্চালক হিসাবে দেখেছেন দর্শক। তবে তাঁকে বড় পর্দায় দেখতেই অভ্যস্ত দর্শক। তিনি নাকি এ বার ছোট পর্দার নায়ক হচ্ছেন। তিনি সাহেব ভট্টাচার্য। সিরিয়াল পাড়ার অন্দরে খবর এমনটাই। তাঁকে একাধিক রিয়্যালিটি শো-এ সঞ্চালক হিসাবে দেখেছেন অনুরাগীরা। এ বার তিনি মন দিয়েছেন ছোট পর্দার গল্পে। নায়িকা কে? শোনা যাচ্ছে, এই নতুন সিরিয়ালের মাধ্যমে দর্শক পাবেন নতুন জুটি। সাহেবের বিপরীতে নাকি অভিনেত্রী সুস্মিতা দে-কে দেখবেন দর্শক। চলতি বছরেই সাহেব অভিনীত ওয়েব সিরিজ় নিয়েও বেশ আলোচনা হয়েছে দর্শক মহলে। শুধু সিনেমা নয়, পর পর সিরিজ়েও অভিনয় করে চলেছেন তিনি। এ বার নতুন ভাবে তাঁকে দেখার পালা।

Advertisement

শেষ কয়েক মাসে অনেক নতুন মুখ দেখা গিয়েছে সিরিয়াল পাড়ায়। প্রথম বার ছোট পর্দায় অভিনয় করছেন অনুষা বিশ্বনাথন। ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’-এর পর আবার নতুন সিরিয়ালে অভিনয় শুরু করেছেন অপরাজিতা আঢ্য। অন্য দিকে রোহন ভট্টাচার্যকেও আবার দেখা যাচ্ছে নতুন গল্পে। অনুভব কাঞ্জিলালকেও প্রথম বার সিরিয়ালে দেখছেন দর্শক। শেষ কয়েক মাসে এমন অনেক রদবদল হয়েছে। এ বার সাহেবের ছোট পর্দায় অভিনয় সত্যিই বড় চমক হতে চলেছে অনুরাগীদের জন্য।

অন্য দিকে সুস্মিতার নতুন সিরিয়াল শেষ হয়েছে মাত্র কয়েক মাস হল। তাঁকে শেষ বার ‘পঞ্চমী’ সিরিয়ালে দেখেছেন দর্শক। তাঁর অভিনীত শেষ দুটো সিরিয়ালের মেয়াদই বেশি দিন হয়নি। সে ক্ষেত্রে এই নতুন গল্প দর্শকের কতটা ভাল লাগে, সেটা ক্রমশ প্রকাশ্য। এই বিষয়ে সুস্মিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও কথা বলতে চাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement