Dolon Roy

মানসিক ভাবে বিপর্যস্ত দোলন! কঠিন অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি কাছের মানুষ

পারিবারিক সমস্যায় দোলন রায়। প্রতি দিন বেরিয়ে যাচ্ছে জলের মতো টাকা। তাই ভাল নেই অভিনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১৭:৪৭
Share:

কী হয়েছে দোলনের? ছবি: সংগৃহীত।

‘‘আমি ভাল নেই।’’ নতুন বছরের শুরুতেই অভিনেত্রী দোলন রায়ের ফেসবুক পোস্ট। যখন সকলে নতুন বছরের উদ্‌যাপনে ব্যস্ত, বিশ্বের মানুষ বর্ষবরণের নানা রকম অনুষ্ঠানে আনন্দে মাতোয়ারা, সেখানে আচমকা অভিনেত্রীর গলায় বেদনার সুর। কিন্তু কেন? চারিদিকে প্রশ্ন একটাই— তবে কি কোনও বিপদ ঘটল?

Advertisement

আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় দোলনের সঙ্গে। একরাশ হতাশা আর মনখারাপ ফোনে স্পষ্ট। তিনি বললেন, ‘‘আমার সত্যিই কিছু ভাল লাগছে না। কারণ, ভাইয়ের তিন মাসের ছেলেটা হাসপাতালে। সময়ের অনকেটা আগে হয়েছে বলে সমস্যা ছিল। কিন্তু বাড়িতে চলে এসে দিব্যি ছিল৷ তার পর হঠাৎ কী হল! ফুসফুসে সংক্রমণ। চারিদিকে নল লাগানো। আমি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। ভাল লাগছে না কিছুই।’’

বাড়িতে এমন বিপদ। তার মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দুটি সিরিয়ালে অভিনয় করছেন তিনি। এক দিকে চলছে ‘আলোর ঠিকানা’, আর অন্য দিকে চলছে ‘টুম্পা অটোওয়ালি’। আপাতত শুটিং আর বাড়ি— একসঙ্গে সমতা বজায় রেখে চলাই তাঁর লক্ষ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement