বছরের শেষ দিন পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত থাকবেন অনির্বাণ। ছবি: সংগৃহীত।
বছরশেষে টলিপাড়ায় ছুটির আমেজ। অনেকেই বেরিয়ে পড়ছেন ছুটি কাটাতে। তবে কেউ কেউ আবার কাজে ব্যস্ত। অভিনেতা অনির্বাণ চক্রবর্তী নিজেকে আপাতত এই দ্বিতীয় গোত্রে আবিষ্কার করেছেন এবং তা নিয়ে তাঁর বিন্দুমাত্র কোনও অভিযোগ নেই। এই মুহূর্তে শহরে তিনি একটি শুটিংয়ে ব্যস্ত। বলছিলেন, ‘‘কাজ থাকলে তো করতেই হবে।’’
সম্প্রতি মুক্তি পেয়েছে অনির্বাণ অভিনীত একেনবাবুর ওয়েব সিরিজ়ের নতুন সিজ়ন ‘একেন বাবু এ বার কলকাতায়’। দর্শকের প্রতিক্রিয়া কী রকম? আনন্দবাজার অনলাইনকে অনির্বাণের উত্তর, ‘‘খুবই ভাল। খবর পেয়েছি, এখনও পর্যন্ত সব ক’টা সিজ়নের মধ্যে প্রথম দিন নতুন সিজ়ন দেখেছেন সবচেয়ে বেশি সংখ্যক দর্শক। ছুটির মরসুমে আশা করছি, আরও বেশি সংখ্যক দর্শক আমাদের সিরিজ়টা দেখবেন।’’
‘একেন বাবু এ বার কলকাতায়’ ওয়েব সিরিজ়ের একটি দৃশ্যে অনির্বাণ চক্রবর্তী। ছবি: সংগৃহীত।
এই বছর ওটিটির পাশাপাশি বড় পর্দাতেও পা রেখেছে একেন। সম্প্রতি রাজস্থানে একেনের আগামী ছবির (‘দি একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’) শুটিং সেরে ফেলেছেন অনির্বাণ। দুই মাধ্যমে একই বিষয় কি দর্শককে ধাঁধায় ফেলতে পারে? প্রশ্ন শুনে অনির্বাণের সাফ উত্তর, ‘‘আসলে গল্পকে মাথায় রেখেই মাধ্যম নির্বাচন করা হয়। তাই প্রথম ছবিতে একেন গিয়েছিল দার্জিলিংয়ে। কলকাতার গল্পকে ওটিটিতে রাখা হয়েছে। আবার রাজস্থান বড় ক্যানভাস। তাই বড় পর্দা।’’ প্রসঙ্গত, এই ছবির শুটিং হয়েছে জোধপুর এবং জয়সলমেরে।
একেনবাবু একের পর এক রহস্যের সমাধান করে ফেলছেন। বছর শেষ হতে চলল। অনির্বাণ কি কাজ থেকে একটু বিরতি নেবেন না? হেসে বললেন, ‘‘বছরের শেষ দিনেও শুটিং আর ইভেন্ট আছে। তা ছাড়া বর্ষশেষ যাপনের জন্য কোনও বছরই আলাদা করে পরিকল্পনা করা হয় না। পার্টি বা ভিড় বিশেষ একটা পছন্দ করি না।’’ তবে বছরের প্রথম দিনটা বাড়িতেই কাটবে অনির্বাণের। আড্ডা হতে পারে কয়েক জন বন্ধুর সঙ্গে। কারণ তার পরেই তিনি কয়েক দিনের জন্য একটা ছোট্ট সফরে বেড়িয়ে পড়তে চলেছেন। তা হলে গন্তব্য? না, খোলসা করতে চাইলেন না অভিনেতা। হেসে বললেন, ‘‘ফিরে এসে না হয় ছবি পোস্ট করা যাবে।’’