২৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে প্রসেনজিতের নতুন ছবি।
ধর্মতলা, শহর কলকাতার প্রাণকেন্দ্র। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন। কাজের শেষে গলদঘর্ম হয়ে বাড়ি ফিরছেন সকলে। আচমকাই মেট্রোয় উঠে দেখতে পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। জমে গেল ভিড়। লোকের মাথা ছাড়া যে সময় আর কিছুই দেখা যায় না। তখন ওই ভিড় মেট্রো স্টেশনে নাকি প্রসেনজিৎ! এ কি সম্ভব? বিশ্বাস করা কঠিন হলেও এটাই সত্যি। সোমবার এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকল তিলোত্তমা।
উপলক্ষ নতুন ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র গান লঞ্চের অনুষ্ঠান।
এসপ্ল্যানেডের টিকিট কাউন্টারের চত্ত্বরে তখন ব্যস্ততা তুঙ্গে। বেজে উঠল ‘চোখ তুলে দেখ না কে এসেছে।’ চোখ তুলতেই দেখা মিলল মিস্টার ইন্ডাস্ট্রির। সঙ্গে ছিলেন ছোট পর্দার পরিচিত মুখ ইপ্সিতা মুখোপাধ্যায় এবং পরিচালক সম্রাট শর্মা। উপলক্ষ নতুন ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র গান লঞ্চের অনুষ্ঠান। নাচ গানে জমল অনুষ্ঠান। মেট্রো স্টেশনের যাত্রীরা পেলেন সুপারস্টারের দর্শন।২৩ বছর আগের সেই নস্টালজিয়া ফিরে এল মুহূর্তে। এক পাশে হরনাথ চক্রবর্তী। সেই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সময়ে ফিরে গেলেন প্রসেনজিৎ। বললেন, “নাচ গানে ছবি তো হওয়া দরকার। এত কিছুর মাঝে সেই প্রেম, নাচ গান কোথাও হারিয়ে যাচ্ছে। সেই স্বাদকে আবারও ফিরিয়ে আনার চেষ্টায় তৈরি এই ছবি।”
এই ছবির হাত ধরে দর্শক পেতে চলেছে নতুন জুটি। ইপ্সিতা এবং ঋষভ বসু। আনন্দবাজার অনলাইন ইপ্সিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি মেসেজ করে জানান এই সময় ছবি নিয়ে কোনও কথাই বলাই তাঁর বারণ। সময় এলে সব বলবেন। ২৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা।’