বিস্ফোরক টিস্কা

টিস্কার কথায়, পশ্চিমে ভারতীয় ছবির গ্লোবাল মার্কেট তৈরি করা থেকেও বেশ দূরেই রয়েছে ভারত। বরং চাইনিজ, কোরিয়ান, টার্কিশ ও ইরানীয় ছবি গ্লোবাল জায়গা করে নিতে পেরেছে।

Advertisement
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৩০
Share:

টিস্কা চোপড়া।

পশ্চিমী ফিল্মের দুনিয়ায় ভারত সে ভাবে এখনও নিজের যাত্রাই শুরু করেনি। অন্তত এ রকমটাই বলছেন টিস্কা চোপড়া।

Advertisement

একটি সাক্ষাৎকারে টিস্কা জানান, ‘‘ভারত বিশাল বড় দেশ। একমাত্র প্রিয়ঙ্কা চোপড়া আর ইরফান খানই হলিউডে পরপর কাজের সুযোগ করে নিয়েছেন। আমার মনে হয় না যে, বাকিরা সেখানে ছাপ ফেলার মতো কোনও কাজ করেছেন। ভারত থেকে হলিউডে কোনও স্টার নেই।’’

টিস্কার কথায়, পশ্চিমে ভারতীয় ছবির গ্লোবাল মার্কেট তৈরি করা থেকেও বেশ দূরেই রয়েছে ভারত। বরং চাইনিজ, কোরিয়ান, টার্কিশ ও ইরানীয় ছবি গ্লোবাল জায়গা করে নিতে পেরেছে। আরও বলেন, ‘‘প্রতি বছর এখান থেকে অন্তত ৭০০টা ছবি তৈরি হয়। অথচ একটা বা দুটো ছবিও আন্তর্জাতিক স্তরে জায়গা করে নিতে পারে না। হলিউডের বিশাল বড় মার্কেট রয়েছে এ দেশে।’’

Advertisement

টিস্কাকে দেখা যাবে ‘দ্য হাংরি’ ছবিতে। বর্ণিলা চট্টোপাধ্যায়ের নির্দেশনায় এই ছবিতে টিস্কার চরিত্রটি লেডি ম্যাকবেথের অনুপ্রেরণায় তৈরি। ছবিতে দেখা যাবে নাসিরুদ্দিন শাহকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement