Entertainment News

প্রয়াত বিশিষ্ট অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তী

চেতনায় থাকাকালীন বিপ্লববাবুকে দেখা গিয়েছে ‘মারীচ সংবাদ’, ‘জগন্নাথ’, ‘জ্যেষ্ঠপুত্র’, ‘স্পার্টাকাস’-এর মতো একের পর এক নাটকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ০৯:৫৯
Share:

বিপ্লবকেতন চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

প্রয়াত হলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তথা চলচ্চিত্র অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তী। বয়স হয়েছিল ৭২। তাঁর পরিবার সূত্রে খবর, শুক্রবার ভোর সওয়া ৪টে নাগাদ দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বাড়িতে মারা যান তিনি।

Advertisement

দীর্ঘ দিন ধরেই বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন বিপ্লবকেতন। চিকিৎসার সুবিধার জন্য শেষের ক’দিন বেহালার বাড়ি থেকে তাঁকে ঢাকুরিয়ার বাড়িতে নিয়ে আসা হয়েছিল। শেষের ক’দিন সেখানেই ছিলেন তিনি। তাঁর ডিমেনশিয়ার চিকিৎসাও চলছিল। শ্বাসকষ্টের কারণে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল।

টেলিভিশন বা চলচ্চিত্রের পর্দায় দেখা গেলেও মূলত নাট্যজগতের মানুষ ছিলেন বিপ্লবকেতন। ১৯৭২ থেকে ’৯২ পর্যন্ত ‘চেতনা’ নাট্যগোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন তিনি। এর পরের বছর চেতনা থেকে বেরিয়ে নিজেরই নাট্যদল গড়েন। ‘থিয়েটারওয়ালা’ নামে সে দলেরও একাধিক জনপ্রিয় প্রযোজনা দর্শকদের স্মৃতিতে অমলিন।

Advertisement

চেতনায় থাকাকালীন বিপ্লববাবুকে দেখা গিয়েছে ‘মারীচ সংবাদ’, ‘জগন্নাথ’, ‘জ্যেষ্ঠপুত্র’, ‘স্পার্টাকাস’-এর মতো একের পর এক নাটকে। এর পর থিয়েটারওয়ালার প্রযোজনায়’৯৩ থেকে প্রায় ২০০০ সাল পর্যন্ত ‘বাঘুমান্না’, ‘কাচের দেওয়াল’-এর মতো নাটকের মঞ্চাভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। উৎপল দত্তের নাট্য অ্যাকাডেমির প্রথম প্রযোজনা ‘চৈতালী রাতের স্বপ্ন’-তে বিপ্লববাবুর অভিনয় এখনও অনেকের মনে গেঁথে রয়েছে। নাট্যজগতের পাশাপাশি টেলিভিশনে বেশ কিছু ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এর মধ্যে ‘জন্মভূমি’ বা ‘চুনিপান্না’র মতো সিরিয়ালে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। ‘জন্মভূমি’-তে এককড়ির খলচরিত্রে তাঁর অভিনয়ের কথাও অনেকে মনে রেখেছেন। নাটক বা টেলিভিশন ছাড়াও তরুণ মজুমদার, বিপ্লব চট্টোপাধ্যায় বা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচালকের ছবিতেও অভিনয় করেছেন বিপ্লবকেতন।

আরও পড়ুন: হরিপুরের পুরনো মানুষজনদের মনে এখনও ভাসে মুন্নার গান

আরও পড়ুন: ‘জ্যেষ্ঠপুত্র’ কি ঋতুপর্ণর বায়োপিক? মুখ খুললেন কৌশিক-প্রসেনজিত্

বিপ্লবকেতনের মতোই তাঁর বড় এবং ছোট মেয়ে বিদীপ্তা এবং সুদীপ্তা চক্রবর্তী অভিনেতা। তাঁর পরিবারের সদস্যেরা জানিয়েছেন, এ দিন সকাল ১০টা নাগাদ কেওড়াতলা মহাশশ্মানে নিয়ে যাওয়া হবে বিপ্লবকেতন চক্রবর্তীর মরদেহ। সেখানেই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদেরবিনোদনবিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement