কী বললেন তারা ?
পুরুষতান্ত্রিক সমাজের ঘেরাটোপ, বাধা কাটিয়ে মেয়েরা এখন অনেকটাই স্বাধীন। কিন্তু তা-ও কি যথাযথ মর্যাদা পায় মেয়েরা? একেবারেই নয়। বক্তব্য অভিনেত্রী তারা সুতারিয়ার। এই মুহূর্তে তাঁর নতুন ছবি ‘এক ভিলেন’-এর প্রচারের ব্যস্ততা তুঙ্গে। তার ফাঁকেই ইন্ডাস্ট্রিতে পুরুষ এবং মহিলা অভিনেতাদের বৈষম্য নিয়ে মুখ খুললেন নায়িকা।
মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেন, “ইন্ডাস্ট্রিতে পুরুষ এবং মহিলাদের আলাদা চোখে দেখা হয় এখনও। হয়তো খুব ছোট ছোট বিষয়, কিন্তু তা-ও বেশ চোখে লাগে।” কী দেখেছেন তিনি? তারা জানান, পাপারৎজিরা পুরুষ অভিনেতাদের স্যর বলে সম্বোধন করে, কিন্তু মহিলাদের হয় ডাকা হয় নাম ধরে। অথবা তেমন ভাবে কোনও সম্বোধন করাই হয় না।
বলিউডের নতুন প্রজন্মে প্রথম সারির অভিনেতাদের তালিকাতেই নাম তারার। তাঁর কথায়, “বলছি না, ম্যাম বা জি বলে সম্বোধন করতেই হবে। তবে এখনও দেখা যায় পুরুষ অভিনেতারা অনেক বেশি সম্মান পান।” এর পরে অর্জুন কপূরের সঙ্গে জুটিতে পর্দায় দেখা যাবে নায়িকাকে।