Tapas paul

‘ভাবিনি কখনও তাপস পালের গলায় কথা বলতে হবে’

আনন্দবাজার ডিজিটালকে বললেন, “কোনওদিন ভাবিইনি তাপস পালের মতো অভিনেতার গলায় আমাকে কথা বলতে হবে। পরিচালক তুহিন সিংহ আমাকে এই প্রস্তাবটা দেন। তাপস পালের শেষ ছবি ‘বাঁশি’-র জন্য।”

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২০ ২০:০৭
Share:

তাপস পাল।

তিনি কি ভেবেছিলেন তাঁর মৃত্যুর পর তাঁর বাচনভঙ্গি থেকে সংলাপের আদবকায়দা কেউ শিখে নিয়ে তাঁর শেষ ছবি ‘বাঁশি’-তে তাপস পালের কণ্ঠ দেবেন?
খোদ কলকাতা শহরেই এমন এক কণ্ঠ রয়েছে যার সঙ্গে তাপস পালের কণ্ঠ মিলে গেল হুবহু। শোভন কামিলা এত দিন অ্যানিমেটেড ছবিতে ডাবিংয়ের কাজ করে এসেছেন। তিনি ‘চার্বাক’ নাট্যগোষ্ঠীর ওতপ্রোত ভাবে জড়িত। সেই সুবাদে অভিনয়টাও তাঁর জানা।

Advertisement


আনন্দবাজার ডিজিটালকে বললেন, “কোনওদিন ভাবিইনি তাপস পালের মতো অভিনেতার গলায় আমাকে কথা বলতে হবে। পরিচালক তুহিন সিংহ আমাকে এই প্রস্তাবটা দেন। তাপস পালের শেষ ছবি ‘বাঁশি’-র জন্য।” প্রথমেই না বলে দেন শোভন। আদপে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এমন একটি কাজ তাঁর দ্বারাও হতে পারে। “অরিন্দমদা এবং খেয়ালিদি আমাকে কাজটা করার জন্য উৎসাহ দেন। তার পর ‘দাদার কীর্তি’ থেকে ‘গুরুদক্ষিণা’-তাপস পালের সব ছবির সংলাপ হেডফোনে শুনতে থাকি। ধরার চেষ্টা করি ওর কথা বলার ধরনধারণ। অবশেষে কাজটা হয়। জানিনা কতটা কী করতে পেরেছি।” তাপস পালের মতো ব্যক্তিত্বের জন্য কণ্ঠ দিয়েছেন আজও শোভনের কাছে স্বপ্নের মতো।

'বাঁশি'-র শুটিংয়ের সেট থেকে তাপস পাল

Advertisement

পরিচালক তুহিন সিংহ বললেন, “তাপস পালের শেষ ছবি ছিল ‘বাঁশি’। আমার সঙ্গে ‘অসমাপ্ত’ বলে একটি ছবি করার জন্য কথাও হয়েছিল। কিন্তু তা অসমাপ্তই রয়ে গেল। দাদা বলেছিলেন, মুম্বই থেকে ফিরেই ‘বাঁশি’র ডাব করবেন। তা আর হল না। বার বার বলেছিলেন, রাজনীতি নয়, তিনি আবার সিনেমায় ফিরে আসতে চান। এত বড় একজন স্টার। অথচ ইন্ডাস্ট্রির কেউ তাঁর খবর রাখত না। আমি নিজে দেখেছি। অত শরীর খারাপের মধ্যেও কী যে ভাল শট দিয়েছেন...শুধু সংলাপগুলো বার বার মনে করিয়ে দিতে হত।” মার্চেই এই ছবি মুক্তি পাচ্ছে।
তাপস পাল ছাড়াও ওই ছবিতে রয়েছেন, অভিষেক চট্টোপাধ্যায়, দেবিকা মুখোপাধ্যায় এবং দেবাশিস গঙ্গোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করছেন অমিত মিত্র। এ বারে ফাল্গুনে ‘বাঁশি’ বড় নিদারুণ সুরে বেজে উঠবে।

দেখুন ভিডিয়ো—

আরও পড়ুন- সৃজিত-মিথিলার প্রেমের আগুন ছড়িয়ে গেল টলিপাড়ার কোন কোন যুগলদের মধ্যে?—দেখে নিন ছবিতে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement