Tamannaah Bhatia

বিজয়ের মন পেতে তন্ত্রসাধনা করবেন! বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে কী সিদ্ধান্ত তমন্নার?

সম্পর্ক ভাঙার পরে নাকি বেশ কিছু দিন বিষণ্ণ ছিলেন তমন্না। কিন্তু বর্তমানে তিনি আসন্ন ছবি ‘ওডেলা ২’ নিয়ে ব্যস্ত। এই ছবির প্রচারে গিয়ে এক প্রশ্নের মুখোমুখি হয়ে মেজাজ হারালেন তমন্না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৩:২০
Share:
Tamannah Bhatia was asked whether he will do black magic on Vijay Varma

বিজয়ের জন্য কালো জাদু করবেন তমন্না? ছবি: সংগৃহীত।

সদ্য সম্পর্ক ভেঙেছে তমন্না ভাটিয়ার। টানা দুই বছর সম্পর্কে থাকার পরে বিজয় বর্মার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। সূত্রের খবর, বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন তমন্না। কিন্তু এখনই প্রস্তুত নন বিজয়। তবে সম্পর্ক ভাঙলেও তাঁদের মধ্যে নাকি বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে। পরস্পরকে সমাজমাধ্যমে এখনও অনুসরণ করেন তাঁরা।

Advertisement

সম্পর্ক ভাঙার পরে নাকি বেশ কিছু দিন বিষণ্ণ ছিলেন তমন্না। কিন্তু বর্তমানে তিনি আসন্ন ছবি ‘ওডেলা ২’ নিয়ে ব্যস্ত। এই ছবির প্রচারে গিয়ে এক প্রশ্নের মুখোমুখি হয়ে মেজাজ হারালেন অভিনেত্রী। ‘ওডেলা ২’ ছবিতে এক তন্ত্রসাধিকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এই সংক্রান্তই নানা প্রশ্ন করা হচ্ছিল তমন্নাকে। সে সময় এক সাংবাদিক ইঙ্গিতে বিজয়ের প্রসঙ্গ টেনে আনেন।

তমন্নার দিকে ওই সাংবাদিক প্রশ্ন ছুড়ে দেন, “এমন কোনও ব্যক্তি রয়েছেন যাঁর উপর তন্ত্র-মন্ত্রের দ্বারা আপনি ‘বিজয়’ অর্জন করতে চান?” প্রশ্নের অন্তর্নিহিত অর্থ বুঝতে সময় লাগেনি তমন্নার। সাংবাদিক আসলে জানতে চেয়েছিলেন, তন্ত্রের দ্বারা কি ফের বিজয়ের মন পেতে চেষ্টা করবেন তমন্না? প্রশ্নের উত্তরে তমন্না বলেন, “আমাকে তো আপনার উপরেই তন্ত্র প্রয়োগ করতে হবে। তার পর সব ছবিশিকারি আমার হাতের মুঠোয় থাকবে। আপনি কী বলেন? আপনার উপরে করব নাকি কালো জাদু?”

Advertisement

দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন তমন্না ও বিজয়। ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবিতে অভিনয় করতে গিয়ে দু’জনের প্রেম শুরু। বিভিন্ন অনুষ্ঠানে পরস্পরের হাতে হাত রেখে তাঁরা পৌঁছে যেতেন। তাঁদের রসায়নেও মুগ্ধ ছিলেন অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement