Entertainment News

ক্যানসারকে হারিয়ে ছবি পরিচালনা করছেন তাহিরা, নায়িকা কে জানেন?

সহজে যে হেরে যাওয়ার পাত্রী তিনি নন, তা আগেই বুঝিয়ে দিয়েছিলেন। ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। টানা কয়েক সপ্তাহ চিকিৎসা আর বিশ্রামের পর কাজও শুরু করে দিয়েছিলেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ১২:১৫
Share:

ছবি: তাহিরা কাশ্যপের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে গৃহীত।

সহজে যে হেরে যাওয়ার পাত্রী তিনি নন, তা আগেই বুঝিয়ে দিয়েছিলেন। ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। টানা কয়েক সপ্তাহ চিকিৎসা আর বিশ্রামের পর কাজও শুরু করে দিয়েছিলেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ

Advertisement

সেই তাহিরা কাশ্যপই এ বার ছবির কাজে হাত দিয়েছেন। তাঁর জীবনের প্রথম ফিচার ফিল্ম। পরিচালনা করবেন তাহিরা নিজেই। কিছু বিজ্ঞাপনী ছবি আর শর্ট ফিল্মের পর তাহিরা তৈরি তাঁর ডিরেক্টোরিয়াল ডেবিউ নিয়ে।

কিন্তু তাহিরার প্রথম ছবিতে স্টার কে জানেন?

Advertisement

বলি সূত্রের খবর, তাহিরা কাশ্যপের প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। জীবনের টানাপড়েন নিয়েই তৈরি হতে চলেছে তাহিরা পরিচালিত প্রথম ছবি। সংবাদ সংস্থা বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, তাহিরার ছবিতে কাজ করার জন্য ইতিমধ্যে চুক্তিও সই করে ফেলেছেন মাধুরী দীক্ষিত নেনে। তবে মাধুরীর উল্টো দিকে কার দেখা মিলবে, তা নিয়ে এখনও অবধি কিছুই জানা যায়নি। যদিও বলিউডের একটা সূত্রের খবর, আয়ুষ্মানকেই নিজের ডেবিউ ছবিতে নায়ক হিসেবে চাইছেন তাঁর স্ত্রী তাহিরা।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

একের পর এক হিট দিয়ে চলেছেন আয়ুষ্মান খুরানা। প্রথমে ‘অন্ধাধুন’ আর তার পরে ‘বধাই হো’। শুধু স্ত্রী হওয়ার কারণেই নয়। আয়ুষ্মানের অভিনয়, ব্যাক টু ব্যাক হিট ছবি— এ সব সমীকরণই তাহিরা এবং তাঁর প্রথম ছবির প্রযোজকের অভিনেতা হিসেবে আয়ুষ্মানকে বেছে নেওয়ার প্রধান কারণ।

আরও পড়ুন: ‘বিগ বস’-এর বাথরুমে মাথা ঠুকে হাসপাতালে শ্রীসন্থ!

হাসপাতাল থেকে ফিরে আসার পরেই ‘কাজ শুরু করছি’ বলে ছবিও পোস্ট করেছিলেন। আর এত দিন পরিষ্কার, কী সেই কাজ?

আরও পড়ুন: শাহরুখের মধ্যরাতের বন্ধু কে জানেন? নাম শুনলে আপনিও চমকে যাবেন

একটি মূল ধারার বাণিজ্যিক ছবি পরিচালনা করে শিরোনামে এসেছিলেন তাহিরা কাশ্যপ। চিত্রনাট্যকার হিসেবেও তাহিরা কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনী ছবিতে। এর আগে ‘টফি’ নামে একটি শর্ট ফিল্মও পরিচালনা করেছিলেন। রেডিও প্রোগ্রামার হিসাবেও তিনি বেশ সফল। নিজেই স্তন ক্যানসারের খবর ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তাহিরা, তবে তা ছিল বেশ মজার ছলে। তবে চিকিৎসার পরে তাহিরার কাজে ফেরার উদ্দীপনা যেন আবারও প্রমাণ করে দিল, সহজে হেরে পাত্রী তিনি নন।

(মুভি ট্রেলারথেকে টাটকামুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদেরবিনোদনবিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement