ছুটি কাটাতে রাজস্থান যাচ্ছেন স্বস্তিকা-শোভন।
১৪ ফেব্রুয়ারির ঠিক আগে মুক্তি পেয়েছে ‘বাবা বেবি ও...’-র প্রেমের গান ‘বাঁধনে বাঁধিব’। মাত্র কয়েক দিনে তুমুল জনপ্রিয় সেই গান। ভ্যালেনটাইন্স ডে-র আগের সন্ধ্যায় শোভন গঙ্গোপাধ্যায় সম্মানিত সেরা গায়কের সম্মানে। দুইয়ে মিলে উদ্যাপন কাঙ্খিত ছিলই। ১৩ ফেব্রুয়ারি পাওয়া সম্মান তিনি উৎসর্গ করেছেন ‘প্রিয়া’ স্বস্তিকা দত্তকে। জানিয়েছেন, ‘তুই ছিলিস বলেই সবটা সম্ভব হল।’ বাস্তবেও সেই স্বীকৃতি দিতেই প্রেম দিবসে শোভন-স্বস্তিকা উড়ে গিয়েছেন রাজস্থানে, গোলাপি শহর জয়পুরে। শোভনের যুক্তি, ‘‘ভালবাসা কাকে বলে? আমাদের জানা বাকি। তাই...।’’
বিমান ধরতে এ দিন জুটিকে দেখা গিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। কালো সোয়েট শার্ট, চোখে রোদচশমা গায়কের। নীলের সাজে স্বস্তিকা। বিমানের অপেক্ষায় কখনও পাশাপাশি বসে কফিতে চুমুক। কখনও তাঁদের ছুটির টিকিট দেখা দিয়েছে শোভনের ইনস্টা স্টোরিতে। খবর বলছে, যুগলে জয়পুরের পাশাপাশি ঘুরে দেখবেন যোধপুর, জয়সলমীরও।
শোভনের ইনস্টাগ্রাম স্টোরি।
গত দুবছর ধরে সম্পর্কে দু’জনে। আনন্দবাজার অনলাইন প্রথম প্রকাশ্যে এনেছিল শোভন-স্বস্তিকার প্রেম। প্রথমে অস্বীকার করলেও ধীরে ধীরে তাঁরা অনর্গল। কখনও ব্যস্ততার মধ্যেও সময় চুরি করে সূর্যাস্ত দেখতে পৌঁছে গিয়েছেন মন্দারমণির অনেক ভিতরে, প্রত্যন্ত গ্রামে। সমুদ্রের জলে পা ভেজাতে। ঠিক সে ভাবেই তাঁরা উপভোগ করছেন পাহাড়ে ঘেরা দুর্গ। তার ফাঁক দিয়ে উঁকি দিয়ে যাওয়া ফাগুনের প্রথম সূর্যাস্তের শেষ রশ্মিটুকু।