Bengali upcoming movies and series 2025

নজরে ২৬, আসছে একগুচ্ছ ছবি ও ওয়েব সিরিজ়, কী কী চমক থাকছে? জানাচ্ছে আনন্দবাজার অনলাইন

শুক্রবার একগুচ্ছ নতুন ছবি এবং ওয়েব সিরিজ়ের ঘোষণা করল এসভিএফ এবং হইচই। ‘গল্পের পার্বণ ১৪৩২’-এ থাকছে একাধিক চমক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০১
Share:
SVF and Hoichoi jointly announced 26 new Bengali content on Friday

(বাঁ দিক থেকে) আবীর চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সব্যসাচী চৌধুরী এবং কৌশানী মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

শুক্রবার সন্ধ্যায় শহরের এক বিলাসবহুল হোটেলে টলিপাড়ার চাঁদের হাট। উপলক্ষ, একগুচ্ছ নতুন বাংলা কনটেন্টের ঘোষণা। চলতি বছরে ইন্ডাস্ট্রিতে তিন দশক সম্পূর্ণ করল এসভিএফ। তাই এ বারে তাদের নতুন ঘোষণাতেও একাধিক চমক উপস্থিত। ‘গল্পের পার্বণ ১৪৩২’ শীর্ষক এই অনুষ্ঠানে এসভিএফ এবং হইচই-এর যৌথ উদ্যোগে ২৬টি নতুন কাজের ঘোষণা প্রকাশ্যে এল।

Advertisement

বছরের শুরুতেই প্রযোজনা সংস্থা দেবকে নিয়ে ‘রঘু ডাকাত’ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কাকাবাবুর নতুন ছবি ‘বিজয়নগরের হিরে’র ঘোষণা করেছিল। অন্য দিকে ছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কিলবিল সোসাইটি’। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে আনছেন সোনাদাকে। ছবির নাম ‘সপ্তডিঙার গুপ্তধন’। তবে চমক, এ বারে তার সঙ্গে যুক্ত হল আরও দু’টি ছবি।

SVF and Hoichoi jointly announced 26 new Bengali content on Friday

(বাঁ দিকে) ‘সপ্তডিঙার গুপ্তধন’ ছবির পোস্টার। ‘বিজয়নগরের হিরে’ ছবির পোস্টার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ছোট পর্দার পর এ বার বড় পর্দায় সাধক বামাখ্যাপা রূপে হাজির হবেন সব্যসাচী চৌধুরী। ছবিটি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। অন্য দিকে নির্ঝর মিত্রের পরিচালনায় আসছেন ত্রয়ী— আবীর চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির গল্প অনুসারে তিন ভাই দিনের বেলায় পাইস হোটেল চালায়, আর রাতে তারাই চুরি করতে বার হয়। ছবির নাম ‘চোর পুলিশ ডাকাত বাবু’।

Advertisement

ছবির সংখ্যা এখানেই শেষ নয়। গত বছর ‘হইচই স্টুডিয়োজ়’-এর পথ চলা শুরু হয়েছিল। এ বারে তার অধীনে আসছে চারটি ছবি। ঋত্বিক চক্রবর্তী অভিনীত গোরা চরিত্রটি এ বারে বড় পর্দায় পা রাখতে চলেছে। ছবির নাম ‘গোরা-ই গন্ডগোল’। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় এ বার একেনবাবুকে নিয়ে পাড়ি দেবেন বারাণসীতে। মুখ্য চরিত্রে ফিরছেন অনির্বাণ চক্রবর্তী। ছবির নাম ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। মেয়ের বাড়ি ফিরে আসার পর ক্রমাগত অঘটনের প্রেক্ষাপটে আসছে ‘কুমিরডাঙা’। পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায়। শ্রীজিৎ এবং সৌভিক নিয়ে আসছেন ‘কাদের কুলের বৌ’। শেষ ছবি দু’টির কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি।

(বাঁ দিকে) ‘রয়েল বেঙ্গল রহস্য’ সিরিজ়ের পোস্টার। ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ সিরিজ়ের পোস্টার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ছবির পাশাপাশি হইচই নিয়ে আসছে ১৩টি ওয়েব সিরিজ়। যার মধ্যে অন্যতম ফেলুদার নতুন অভিযান। সৃজিত আগেই জানিয়েছিলেন, তিনি আর ফেলুদা পরিচালনা করবেন না। টোটা রায়চৌধুরীকে নিয়ে এ বারের গল্প ‘রয়েল বেঙ্গল রহস্য’। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। মহিলাদের কারাগার এবং এক মহিলা সাংবাদিকের সত্যান্বেষণ নিয়ে অদিতি রায় তৈরি করছেন ‘অনুসন্ধান’। মুখ্য চরিত্রে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাইল্যান্ডের প্রেক্ষাপটে সোহিনী সরকার ‌অভিনীত অ্যাডভেঞ্চারধর্মী সিরিজ় ‘নাগমণির রহস্য’। পরিচালনায় সায়ন্তন ঘোষাল। বধূহত্যাকে কেন্দ্র করে এক মহিলা পুলিশের অভিযানের গল্প ‘বীরাঙ্গনা’। সন্দীপ্তা সেন অভিনীত সিরিজ়টির পরিচালক নির্ঝর। সুহোত্র মুখোপাধ্যায়, মানালি মনীষা দে এবং সৃজলা গুহ থাকছেন সম্পর্কের গল্প ‘তোমাকেই চাই’তে। পরিচালক অরিজিৎ টোটন চক্রবর্তী।

(বাঁ দিকে) ‘আতঙ্ক’ সিরিজ়ে স্বস্তিকা দত্তের লুক। ‘শাখা প্রশাখা’ সিরিজ়ে ঋতাভরী চক্রবর্তীর লুক। ছবি: সংগৃহীত।

এর আগেই পরমব্রত পরিচালিত ‘ভোগ’, নির্ঝর পরিচালিত এবং মিমি চক্রবর্তী অভিনীত ‘ডাইনি’ এবং কৌশিক হাফিজ়ি পরিচালিত ‘ভূত তেরিকি’র ঘোষণা হয়েছে। এ ছাড়াও আসছে জনপ্রিয় একাধিক সিরিজ়ের সিক্যুয়েল। তালিকায় রয়েছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২’, পরমব্রত পরিচালিত ‘নিকষ ছায়া ২’, অয়ন চক্রবর্তী পরিচালিত ‘কালরাত্রি ২’, সাহানা দত্তের ‘ইন্দু ৩’ এবং অদিতি রায় পরিচালিত ‘লজ্জা ২’।

চলতি বছর থেকে শুরু হল বিশেষ বিভাগ ‘হইচই টিভি প্লাস’। ধারাবাহিকের মতো প্রতি দিন বা সপ্তাহে একটি করে এপিসোড আসবে দর্শকের জন্য। স্বামীর উত্তরাধিকার নিয়ে একজন সিঙ্গল মায়ের লড়াইয়ের গল্প বলবে ‘শাখা প্রশাখা’। মুখ্য চরিত্রে থাকছেন ঋতাভরী চক্রবর্তী। অন্য দিকে সদ্যবিবাহিত এক মহিলার লড়াইয়ের গল্প বলবে ‘আতঙ্ক’। মুখ্য চরিত্রে থাকছেন স্বস্তিকা দত্ত। এ ছাড়াও এই বিভাগে থাকছে শ্রীরামকৃষ্ণের জীবনীনির্ভর একটি সিরিজ়। নির্মাতারা জানিয়েছেন চলতি বছর এবং আগামী বছর মিলিয়ে ছবি এবং সিরিজ়গুলি মুক্তি পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement