Rohman shawl

বিচ্ছেদের পরেও সুস্মিতার সঙ্গেই সারা ক্ষণ ঘুরে বেড়ান কেন? কারণ জানালেন প্রাক্তন রোহমন

নিজেকে ‘সিঙ্গল’ বলে পরিচয় দিচ্ছেন সুস্মিতার প্রাক্তন রোহমন। তবু যেন সঙ্গ ছাড়তে পারছেন না অভিনেত্রীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৯:৫৭
Share:
Sushmita Sen\\\\\\\'s ex boyfriend Rohman Shawl comments on Accompanied her after their breakup

রোহমন-সুস্মিতা। ছবি: সংগৃহীত।

২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ হয়েছিল সুস্মিতা সেন ও রোহমান শোলের। তার পর বছর তিনেক একসঙ্গে ছিলেন তাঁরা। যদিও শেষ পর্যন্ত থিতু হওয়া হয়নি সুস্মিতার। বিচ্ছেদের সময় রোহমানের সঙ্গে নিজের ছবি দিয়ে প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী লিখেছিলেন, “আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকলাম... ভালবাসাও থেকে যাবে।” সে কথাই রাখছেন সুস্মিতা। একই ভাবে কথা রেখেছেন রোহমন। এই মুহূর্তে তিনি নিজেকে ‘সিঙ্গল’ বলেই পরিচয় দিচ্ছেন। তবু যেন সুস্মিতার সঙ্গে তাঁর যাপন এখনও বিদ্যমান। এখনও সুস্মিতার ছায়াসঙ্গী হয়েই রয়েছেন রোহমন। কিন্তু কী কারণে?

Advertisement

২০২১ সালে আচমকাই প্রেমিক রোহমন শোলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা সেন। তার পর ললিত মোদীর সমাজমাধ্যমের পাতায় ধুমকেতূর মতো উত্থান হয় অভিনেত্রীর। প্রকাশ্যে সুস্মিতাকে ভালবাসার কথা জানান বিতর্কিত প্রাক্তন আইপিএল কর্তা। যদিও নীরব ছিলেন সুস্মিতা। এর মাঝে হৃদ্‌রোগে আক্রান্ত হন অভিনেত্রী। সুস্থ হয়ে ফিরেছেন কাজেও। সেই থেকেই তাঁর সঙ্গে ফের দেখা যাচ্ছে রোহমন শোলকে। প্রাক্তন প্রেমিকের ফিরে আসা নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

যদিও রোহমন বলেন, ‘‘আমি কেবল বন্ধু হয়েই রয়েছি ওর জীবনে। আমার ওর সঙ্গ ভাল লাগে। যখন একটা সম্পর্কে অনেকটা সময় দিয়ে দেয় কেউ, তখন সেটা থেকে পালানোর কোনও মানে নেই।’’ একই সঙ্গে রোহমন এটা স্পষ্ট করেন তিনি এখন ‘সিঙ্গল’। কিন্তু কেউ নাকি আর প্রেমের প্রস্তাব দিচ্ছেন না তাঁকে। কারণ তাঁর নামের সঙ্গে সুস্মিতার মতো বড় তারকার নাম জড়িয়ে রয়েছে। তবে প্রেমে বিশ্বাস হারাননি রোহমন। ফের ভালবাসতে, প্রেমে পড়তে রাজি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement