রিয়া এবং মহেশ ভট্টের সম্পর্ক নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা

রিয়া এবং মহেশ ভট্টের সম্পর্কটা ঠিক কী রকম? মহেশ কি রিয়ার গডফাদার, তাঁরা কি ভাল বন্ধু? নাকি নেহাতই সন্তানস্নেহে রিয়াকে দেখেন মহেশ? মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা। তাঁদের সম্পর্ক নিয়ে কী বলছেন তিনি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ১৫:৫৪
Share:

বাঁ দিকে শত্রুঘ্ন সিনহা এবং ডান দিকে মহেশের সঙ্গে রিয়া।

রিয়া এবং মহেশ ভট্টের সম্পর্কটা ঠিক কী রকম? মহেশ কি রিয়ার গডফাদার, তাঁরা কি ভাল বন্ধু? নাকি নেহাতই সন্তানস্নেহে রিয়াকে দেখেন মহেশ? মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা। তাঁদের সম্পর্ক নিয়ে কী বলছেন তিনি?

Advertisement

গত দু’মাস ধরে যাবতীয় রহস্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রিয়া চক্রবর্তী। তাঁকে নিয়ে প্রতিদিনই একের পর এক ‘খবরে’ তোলপাড় মিডিয়া। এরই মধ্যে ‘টক অব দ্য টাউন’ রিয়া এবং পরিচালক মহেশ ভট্টের মধ্যেকার সম্পর্ক। কখনও রিয়ার কাঁধে মহেশের মাথা রাখা ছবি ভাইরাল হয়ে যাচ্ছে, আবার কখনও বা ফাঁস হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে তাঁদের ব্যক্তিগত কথোপকথন।

তাঁদের সম্পর্কের প্রকৃতি নিয়ে নেটাগরিকদের কৌতূহলের বিরাম নেই। আর নেটাগরিকদের মতোই তাঁদের সম্পর্ক নিয়ে কৌতূহলী শত্রুঘ্নও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবাই জানতে চায় মহেশ ভট্ট কি রিয়ার কাছে ‘ফাদার ফিগার’, ‘গডফাদার’, নাকি তাঁদের সম্পর্ক আরও বেশি কিছু?

Advertisement

আরও পড়ুন- প্রথমবার দুর্গা সেজে কী বলছেন মিমি?

তাঁর কী মনে হয়? এ প্রশ্নের উত্তরে অভিনেতার বক্তব্য, রিয়াকে কোনওদিনই সামনাসামনি দেখেননি তিনি। এমনকি, মহেশ ভট্টর সঙ্গেও বছর পাঁচেক দেখা হয়নি তাঁর। তাই এ বিষয়ে বিশেষ কিছু বলতেনা পারলেও তিনি এই সম্পর্ক নিয়ে জানতে চান। পাশাপাশি, সিবিআইয়ের সামনে যাতে সমস্ত তথ্যপ্রমাণ পেশ করা হয় তা-ও দাবি করেছেন শত্রুঘ্ন।

আরও পড়ুন: সুশান্ত-মামলায় রিয়াকে শীঘ্রই তলব করবে সিবিআই

সুশান্ত কাণ্ডে প্রথম থেকেই মেয়ে সোনাক্ষীর একেবারে উল্টো পথে হাঁটছেন শত্রুঘ্ন। সোশ্যাল মিডিয়ায় স্টারকিড হওয়ার জন্য মেয়ে যখন ট্রোলড হয়ে নেটাগরিকদের উপর প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন, বাবা তখন প্রকাশ্যে কর্ণ জোহরের চ্যাট শো নিয়ে অভিযোগের বন্যা বইয়ে দিচ্ছেন সাক্ষাৎকারে। এখানেই শেষ নয়। সোনাক্ষী যখন কঙ্গনার একের পর এক আক্রমণাত্মক টুইট নিয়ে কঙ্গনাকে দুষছেন, তখন শত্রুঘ্ন কঙ্গনার সাহসিকতার প্রশংসায় ফেটে পড়ছেন।

একটি মৃত্যু নিয়ে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া ও গোটা দেশ, তখন সিনহা পরিবারেরও কি গৃহযুদ্ধ বাঁধল?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement