‘রিয়ার সঙ্গে বিয়ে! আমার কাছে অঙ্কিতাই সুশান্তের শেষ প্রেম’

সন্দীপের মুখে শুধুই সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডের প্রশংসা। তাঁর কথায়, “আমি শুধু জানি, সুশান্ত এবং অঙ্কিতার বিয়ে করার কথা ছিল। আমার কাছে অঙ্কিতাই সুশান্তের শেষ প্রেম। এই স্মৃতি নিয়েই থাকতে চাই আমি।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুন ২০২০ ১৬:৩৮
Share:

পুরনো দিন: একসঙ্গে সুশান্ত এবং অঙ্কিতা।

বিয়ে নিয়েই ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল সুশান্তের বাবা কেকে সিংহ-র। সুশান্ত বলেছিলেন, “করোনার মধ্যে বিয়ে নয়, সব কিছু মিটলে পরের বছরের শুরুতে দেখা যেতে পারে।”

Advertisement

সুশান্তের মৃত্যুর পর মুম্বই পুলিশকে জেরায় তাঁর ‘প্রেমিকা’ রিয়া চক্রবর্তী জানিয়েছিলেন, এ বছরের শেষেই নাকি সুশান্তের সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। সুশান্তের বাবা রিয়ার সঙ্গে ছেলের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। পাশাপাশি সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিংহও সংবাদমাধ্যমকে সাফ জানান, “আমি তো এ রকম কোনও বিয়েতে আমন্ত্রিত ছিলাম না, একেবারেই বলতে পারব না।”

সন্দীপের মুখে শুধুই সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডের প্রশংসা। তাঁর কথায়, “আমি শুধু জানি, সুশান্ত এবং অঙ্কিতার বিয়ে করার কথা ছিল। আমার কাছে অঙ্কিতাই সুশান্তের শেষ প্রেম। এই স্মৃতি নিয়েই থাকতে চাই আমি।”

Advertisement

আরও পড়ুন- ‘কেউ আমাকে শেষ করে দিতে চাইছে’, মৃত্যুর আগাম গন্ধ পেয়েছিলেন সুশান্ত?

মুম্বইয়ের লোখণ্ডওয়ালায় একসঙ্গে থাকতেন সুশান্ত , অঙ্কিতা এবং সন্দীপ। দু’জনকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। প্রতিটি পদক্ষেপে অঙ্কিতা কীভাবে সুশান্তকে আগলে রেখেছিলেন তা নিয়ে দিন কয়েক আগে ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্ট করেছিলেন সন্দীপ। তিনি লিখেছিলেন, “যখন তোমরা আলাদা হলে, অঙ্কিতা, তখনও তুমি শুধু ওর ভালই চেয়েছো। সুশান্তের খুশি, সাফল্যতেই খুশি ছিলে তুমি। সেই যে আমার মায়ের হাতের মাটন কারি, সুশান্ত খেতে কী ভালবাসত। না পেলে বাচ্চাদের মতো করত। মালপোয়া? মনে আছে তোমার। আমি পারছি না অঙ্কিতা। আমি আমাদের তিনজনকে ফিরে পেতে চাই। আমি ওই সব দিনে আবার ফিরে যেতে চাই। ”

সন্দীপের পোস্ট

Dear Ankita, with each passing day, one thought keeps haunting me over and over again. Kaash... I wish... We could have tried even harder, we could've stopped him, we could've begged him! Even when you both seperated, you only prayed for his happiness and success... Your love was pure. It was special. You still haven't removed his name from the nameplate of your house❤️ I miss those days, when the three of us stayed together in lokhandwala as a family, we shared so many moments which bring tears to my heart today...cooking together, eating together, ac ka paani girna, our special Mutton bhaat, our long drives to uttan, lonavala or Goa! Our crazy holi! Those laughs we shared, those sensitive low phases of life when we were there for each other, you more than anyone. The things you did to bring a smile on Sushant's face. Even today, I believe that only you two were made for each other. You both are true love. These thoughts, these memories are hurting my heart...how do I get them back! I want them back! I want 'us three' back! Remember the Malpua!? And how he asked for my mother's Mutton curry like a little kid! I know that only you could've saved him. I wish you both got married as we dreamt. You could've saved him if he just let you be there...You were his girlfriend, his wife, his mother, his best friend forever. I love you Ankita. I hope I never lose a friend like you. I won't be able to take it.

A post shared by Sandip Ssingh (@officialsandipssingh) on

সুশান্তের নিথর দেহ কুপার হাসপাতালের নিয়ে গিয়েছিলেন সন্দীপই। সঙ্গে ছিলেন সুশান্তের আর এক বন্ধু মহেশ। পটনায় থাকা সুশান্তের পরিবার তখনও পৌঁছতে না পারায় হাসপাতালে যাবতীয় সইসাবুদ করতে হয়েছিলেন তাঁকেই। সন্দীপের কাছে ‘‘এ এক দুঃস্বপ্ন। ওঁর মানিব্যাগ থেকে আধার কার্ড, প্যান কার্ড আমাকেই বের করতে হয়েছিল।”

যদিও এরই মধ্যে সন্দীপের ক্রিয়াকলাপের দিকেও আঙুল তুলেছেন সুশান্তের আরও দুই ঘনিষ্ঠ বন্ধু সংগ্রাম এবং নীলোৎপল। তাঁদের অভিযোগ, মৃত্যুর পরে সুশান্তের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে ছেলেখেলা করেছেন সন্দীপ। পোস্ট
মুছেছেন। চার জনকে ‘আনফলো’-ও করে দিয়েছেন তিনি। তা নিয়ে পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। বিষয়টি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement