Bobby Deol Birthday

৫৫-এ পা ববির ‘অ্যানিম্যাল’ রেশ টেনেই ভাইকে জন্মদিনের শুভেচ্ছা সানির

একই বছরে সাফল্য এল দুই ভাইয়ের জীবনে। ববির ৫৫তম জন্মদিনে কী লিখলেন সানি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ১৯:১৬
Share:
Sunny Deol wishes bobby deol on his 55th birthday

(বাঁ দিকে) ববি দেওল। (ডান দিকে) সানি দেওল। ছবি: সংগৃহীত।

গত বছর ‘অ্যানিম্যাল’-এ মাত্র ১৫ মিনিটের চরিত্রের জন্য কেরিয়ারের মোড় ঘুরে যায় ববি দেওলের। ২৭ জানুয়ারি ৫৫-এ পা দিলেন ববি। জীবনের অর্ধেক বসন্ত পেরিয়ে নতুন শুরু করলেন ববি। ওই একই বছরে সানির জীবনে আসে ‘গদর ২’। এই ছবিও তুমুল জনপ্রিয়তা পায় বক্স অফিসে। সেই দিক থেকে দেখলে একই বছরে সাফল্য দুই ভাইয়ের জীবনে। ছোট ভাই ববির জন্মদিনের বেশ কিছু ক্যান্ডিড ছবি পোস্ট করেন সানি।

Advertisement

সানি ভাইয়ের জন্মদিন উপলক্ষে যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে প্রথম ছবিতে দুই ভাইকে একে অন্যকে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পরের ছবিতে তাঁরা যে সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’-এর এসেছিলেন সেখানকার একটি ছবি।ববির জন্য সানি লেখেন, ‘‘শুভ জন্মদিন আমার ছোট্ট লর্ড ববি। শুভ জন্মদিন আমার প্রাণ।’’ বড় দাদার জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন হেমা মালিনীর কন্যা এষা দেওল। এ বছর জন্মদিনটা নিজের বাড়িতেই কাটালেন ববি। খুদে অনুরাগীদের সঙ্গে সময় কাটালেন, পাঁচ তলা কেক কেটে হল উদ্‌যাপন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement