(বাঁ দিকে) সানি দেওল (ডান দিকে) রাজবীর দেওল। ছবি: সংগৃহীত।
ছোট থেকেই বাড়িতে তারকাদের মাঝে বড় হয়েছেন সানি দেওলের দুই ছেলে। দাদু, বাবা, কাকা সবাই বড় পর্দার নায়ক। তাঁরা হলেন ‘স্টার কিড’। যদিও বর্তমানের সময়ের তারকা সন্তানদের মতো সর্বক্ষণ প্রচারের আলোয় ছিলেন তেমনটা একেবারেই নয়। তাই তারকা সন্তান হওয়ার জন্য লোকের নজরে আসা কিংবা পারিবারিক সাফল্য উপভোগ করা হয়নি সানির ছেলেদের। ‘গদর ২’ এর মাধ্যমে ২২ বছর পর বাবার সাফল্য দেখলে রাজবীর।
এক দিকে বাবার ছবির ‘গদর ২’-এর সাফল্য। এর মাঝেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সানি দেওলের ছোট ছেলে রাজবীর। নিজের ছবির সাফল্যের পাশপাশি ছেলের অভিষেকে স্বাভাবিক ভাবেই গর্বিত সানি। পুনম ধিলোঁর মেয়ে পালোমা ধিলোঁর সঙ্গে জুটি বেঁধে ‘দোনো’ ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে বলিউডে নিজের সফর শুরু করছেন রাজবীর। তবে এত বড় হয়ে কখনও বাবার সাফল্য দেখার সুযোগ হয়নি। রাজবীর বলেন, ‘‘আমার বড় হয়ে ওঠা ২০০০ সালে। বাবার জনপ্রিয়তা ছিল মূলত আশির ও নব্বইয়ের দশকে। যখন বাবা সাফল্যের চূড়ায় ছিলেন সেই সময় আমি বড্ড ছোট। তাই তার ‘স্টারডম’ সে ভাবে বুঝে উঠতে পারিনি।’’
শেষে রাজবীরের সংযোজন, ‘‘সাফল্য বা ব্যর্থতা কী ছোটবেলায় বুঝতাম না। তবে ‘গদর ২’-এর জন্য ২২ বছরে প্রথমবার বাবার সাফল্য দেখলাম। আমি ভীষণ খুশি। আমি খুব আনন্দিত বাবাকে খুশি দেখে।’’