Sukesh Chandrasekhar

তিহাড় জেলে বসে জ্যাকলিনকে আকাশের তারা এনে দিলেন প্রেমিক, কী লেখা প্রেমপত্রে?

‘বেবি গার্ল’, ‘কাপকেক’, ‘বোম্মা’, প্রেমিকার প্রতি তাঁর নানাবিধ সম্বোধন। জ্যাকলিনকে নিয়ে ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের প্রেমপত্র প্রকাশ্যে। তিন পাতার লম্বা প্রেমের চিঠিতে কী লেখা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ২২:৩৩
Share:
Representative Image

জ্যাকলিন ফার্নান্ডেজ়কে লেখা সেই চিঠি। গ্রাফিক: সনৎ সিংহ।

তিহাড় জেলে বসে প্রেমপত্র লিখলেন জ্যাকলিনের উদ্দেশে। ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের সেই প্রেমপত্র প্রকাশ্যে। তিন পাতার লম্বা প্রেমের চিঠি, সঙ্গে অভিনব উপহার। আকাশের তারা এনে দিলেন প্রেমিকাকে।

Advertisement

‘বেবি গার্ল’, ‘কাপকেক’, ‘বোম্মা’— প্রেমিকার প্রতি তাঁর নানাবিধ সম্বোধন। প্রেমপত্রে লেখা, “তোমাকে খুব মিস্ করছি। তোমার প্রেমে পাগল আমি।” জ্যোতির্বিদ্যা অনুযায়ী নক্ষত্রমণ্ডলে সিংহরাশির জ্যাকলিনের নামে নামাঙ্কিত করলেন একটি তারা। তাঁর অভিনব উপহার পেয়ে পৃথিবীর সব থেকে সুন্দর হাসি ফুটবে জ্যাকলিনের মুখে, আশা প্রেমিক সুকেশের।

চিঠিতে আরও লেখা, প্রায় একশো বার ‘ইমি ইমি’ গানটি শুনেছেন সুকেশ। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করেছেন বলি অভিনেত্রী। সেই প্রসঙ্গে সুকেশের লেখা, “কান চলচ্চিত্র উৎসব জুড়ে শুধুই তুমি। সোনালি পোশাকে অসাধারণ লাগছিল তোমাকে। তোমার ফোটো দেখেছি। আবারও আমার মন চুরি করে নিলে তুমি।” প্রতিনিয়ত ভালবাসা ও মনের জোর দেওয়ার জন্য সুকেশ শুভেচ্ছা জানালেন অভিনেত্রীকে। তাঁর চারপাশে জ্যাকলিনের উপস্থিতি অনুভব করতে পারেন ‘কনম্যান’।

Advertisement

২০০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে বর্তমানে তিহাড় জেলে সুকেশ। এই আর্থিক তছরুপের সূত্র ধরে ২০২১ সালের ডিসেম্বরে জ্যাকলিনকে জেরা করে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। টানা দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে অভিনেত্রীর। ৫০ হাজার টাকার অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন জ্যাকলিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement