Suhana khan's new picture

লন্ডনের পার্টিতে সুহানার হট-ড্রেসের ছবি ভাইরাল

বলিউড তারকাদের নিত্যদিনই পার্টি লেগে আছে। এ বার সেই পার্টি করতে গিয়েই বলিউড স্টার কিড সুহানা খানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ১৪:০৬
Share:
০১ ১২

বলিউড তারকাদের নিত্যদিনই পার্টি লেগে আছে। লন্ডনে সেই পার্টি করতে গিয়েই বলিউড স্টার কিড সুহানা খানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।

০২ ১২

শাহরুখ খান এবং গৌরী খানের একমাত্র কন্যা হলেন সুহানা খান এবং দুই পুত্র আরিয়ান ও আব্রাহাম খান।

Advertisement
০৩ ১২

সম্প্রতি ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি পোস্ট করেছেন সুহানা। সেই নিয়ে তিনি এখন বলিউডে চর্চায় তুঙ্গে।

০৪ ১২

সুহানাকে বন্ধুদের সঙ্গে একটি থিম পার্টিতে দেখা যায় লাল রঙের পোশাকে। পার্টির ড্রেস কোড মহিলাদের জন্য লালা-কালো, আর পুরুষদের জন্য শুধু সাদা প্যান্টস।

০৫ ১২

উচ্চশিক্ষার জন্য সুহানা এখন পড়াশোনা করছেন লন্ডনে। কলেজ জীবনের সব আনন্দই যে তিনি উপভোগ করছেন, তাঁর অনেক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

০৬ ১২

উনিশ বছরের সুহানা বার বার তাঁর পোশাকের জন্য বলিউডে চর্চিত হয়েছেন।

০৭ ১২

কিছুদিন আগে বান্ধবী অ্যাথেনার জন্মদিনের একটি ছবি পোস্ট করেন তিনি। সাদা রঙের ফুল-স্লিভস জামায় তাঁকে সুন্দর দেখাচ্ছে বলে অনুগামীরা কমেন্ট করেন।

০৮ ১২

বর্তমানে সুহানা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন। ইতিমধ্যে তিনি কলেজে রোমিও জুলিয়েট নাটকে অংশগ্রহণ করেছিলেন।

০৯ ১২

গত বছরে সুহানা একটি ম্যাগাজিনের জন্য ফোটোশুট করেছিলেন।

১০ ১২

কিন্তু তিনি বলিউডে কবে পা দেবেন সেই বিষয়ে কিছু জানাননি। তবে আশা করা যায় খুব শীঘ্রই তাঁকে সেলুলয়েডে দেখা যাবে।

১১ ১২

কিছুদিন আগে তিনি ভারতে এসেছিলেন ছুটি কাটাতে। সে সময় পরিবারের সঙ্গেও বিভিন্ন জায়গায় তাঁকে দেখা গিয়েছে।

১২ ১২

ছোটবেলার বন্ধু অনন্যা পান্ডে এবং শানায়া কপূরের সঙ্গেও মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement