Sudipa Chatterjee

ঘন ঘন শরীর খারাপ, ভাবছেন ‘নজর লেগেছে’! সুদীপার এক টোটকায় দূর হবে নেতিবাচকতা?

আগেকার দিনে মা, কাকিমারা অনেক সময়ই বলে থাকতেন ‘নজর লাগা’র কথা। সেই নেতিবাচক শক্তির কথা এখনও বিশ্বাস করেন সুদীপা চট্টোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৪:১৪
Share:
Sudipa Chatterjee

সুদীপার টোটকা ছবি: সংগৃহীত।

কালো জাদু (ব্ল্যাক ম্যাজিক), নেতিবাচক শক্তি (নেগেটিভ এনার্জি) ইত্যাদিতে বিশ্বাস করেন অনেকেই। সংস্কারাচ্ছন্ন মনে তাঁরা ভাবেন, এমন অনেক কিছুই চারিদিকে ঘটে যা সাধারণ চোখে সচরাচর ধরা পড়ে না! এক সময় মা, ঠাকুমারা এমন অনেক বিষয় নিয়ে বাড়ির ছোটদের সতর্ক করতেন। বর্তমানে মানুষের চিন্তা ভাবনার পরিসর বেড়েছে। অনেকেই আর কালো জাদু, তুকতাক ইত্যাদিতে বিশ্বাস করতে পারেন না।

Advertisement

কিন্তু আজও এই সব কিছু বিশ্বাস করেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। এক দিকে সঞ্চালনা, অন্য দিকে ব্যবসা সবটাই একা হাতে সামলাচ্ছেন। সামলাচ্ছেন নিজের সংসারও। স্বামী, পুত্র নিয়ে ভরা সংসার। সেখানে যাতে কখনও কারও ‘কুনজর’ না পড়ে, সে জন্য বেশ কিছু নিয়ম নাকি মেনে চলেন তিনি?

কী সেই নিয়ম? কোন উপায়ে এক নিমেষে উধাও হয়ে যেতে পারে সংসারের দিকে ধেয়ে আসা ‘কুনজর’? কী টোটকা মেনে চলেন সুদীপা? আনন্দবাজার ডট কমকে তিনি বললেন, “আমি নজর লাগায় বিশ্বাস করি।” তাই নিজের বাড়ির প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানের একটি মূর্তি রেখেছেন সুদীপা। তিনি বললেন, “পঞ্চমুখী হনুমানের মূর্তি শুভ শুনেছি। তা ছাড়া যদি কোনও অতিথির উদ্দেশ্য নিয়ে আমার মনে খটকা লাগে, তা হলে সেই ব্যক্তি চলে যাওয়ার পরেই এক মুঠো নুন নিয়ে পরিবারের সব সদস্যদের মাথার উপরে ঘুরিয়ে বাইরে ফেলে দিই।”

Advertisement

ইদানীং সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে এমন অনেক টোটকার ভিডিয়োই চোখে পড়ে। কেউ তা বিশ্বাস করেন আবার কেউ করেন না। তবে শোনা যায়, টলিপাড়ায় শুধু সুদীপা নন, অনেক তারকাই এমন ধরনের টোটকায় বিশ্বাস রাখেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement