সৃজিত।
তাঁর পরিচালিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তি পাচ্ছে না বড়দিনে। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী বাংলা ছবি কী, তা নিয়ে কৌতূহল রয়েছে। ক্যামেলিয়া প্রোডাকশনসের প্রযোজনায় একটি রোম্যান্টিক কমেডি পরিচালনা করবেন তিনি। এসভিএফ-এর ব্যানারেই অধিকাংশ ছবি করে এসেছেন সৃজিত। সে ক্ষেত্রে এসভিএফের সঙ্গে তাঁর দূরত্ব নিয়েও ইন্ডাস্ট্রিতে নানা কথা ঘুরছে।
সৃজিতের নতুন ছবিতে কোনও নামী তারকা নেই। মুখ্য চরিত্রদের অনেকেই প্রথম বার কাজ করবেন পরিচালকের সঙ্গে। রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, লাবণী সরকার, গৌরব চট্টোপাধ্যায় প্রমুখ। এঁদের সঙ্গে পরিচালকের মহড়া-শুট হয়েছে বলেও খবর। তবে গোপনীয়তার স্বার্থে কাউকে চিত্রনাট্য দেওয়া হয়নি।
ছবির গল্প উত্তমকুমারকে কেন্দ্র করে আবর্তিত হবে, তবে এটি বায়োপিক নয়। এক ব্যক্তির জীবনের কয়েকটি ঘটনার সঙ্গে উত্তমকুমার অভিনীত কয়েকটি ছবির সিকোয়েন্স মিলে যায়। সৃজিত এ বিষয়ে মন্তব্য করতে চাননি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, উত্তমকুমার অভিনীত বেশ কয়েকটি ছবির দৃশ্যের স্বত্ব কিনেছেন প্রযোজক। ফেব্রুয়ারিতে ছবিটি ফ্লোরে যাওয়ার কথা।