SrijitMukherjee

Loho Gouranga Naam Re: চৈতন্যের জন্মস্থানে সৃজিত-রানা, জুনে শ্যুট শুরু ‘লহ গৌরাঙ্গের নাম রে’র

প্রযোজকের কথায়, ‘‘নবদ্বীপে বড় অংশের শ্যুট হবে। শ্যুট হবে কলকাতা, পুরী, ওড়িশায়। আপাতত নবদ্বীপের লোকেশন দেখতে এসেছি। এর পর বাকি অঞ্চল ঘুরে দেখা হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১৬:৫৮
Share:

শ্রীচৈতন্যের জন্মস্থানে সৃজিত-রানা

‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির প্রস্তুতির কাজ শুরু। মুখ্য অভিনেতাদের নাম ইতিমধ্যেই ঘোষণা করেছেন প্রযোজক রানা সরকার। বৃহস্পতিবার ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে তিনি উপস্থিত নবদ্বীপের মায়াপুরে। ছবির শ্যুটিং লোকেশন দেখতে। আনন্দবাজার অনলাইনকে রানা জানিয়েছেন, মায়াপুরে শ্রী যোগপীঠ মন্দিরে যাচ্ছেন তাঁরা। সেখানে পাঁচের দশক এবং বর্তমান সময়কে ধরবেন পরিচালক। ছবির অনেকটা অংশের শ্যুটই হবে এখানে। তাই অঞ্চলটি এবং মন্দিরটির অবস্থান, বর্তমান পরিস্থিতি দেখতেই নবদ্বীপে পা রেখেছেন তাঁরা।

শুধুই কি নবদ্বীপেই শ্যুট হবে? প্রযোজকের কথায়, ‘‘নবদ্বীপে বড় অংশের শ্যুট হবে। এ ছাড়াও শ্যুট হবে কলকাতা, পুরী, ওড়িশায়। আপাতত আমরা নবদ্বীপের লোকেশন দেখতে এসেছি। এর পর বাকি অঞ্চলের লোকেশনও ঘুরে দেখা হবে।’’ গত বছরের শীতে প্রথম আনুষ্ঠানিক ঘোষণা সৃজিতের আগামী বাংলা ছবির। তখন থেকেই চর্চায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’। বাংলা বিনোদন দুনিয়ার এক ঝাঁক তারকা অভিনয় করছেন। শ্রীচৈতন্যের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়। আছেন পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, ব্রাত্য বসু, তৃণা সাহা প্রমুখ। ছবিতে অভিনয়ের কথা ছিল যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের। হাতে একাধিক ছবি থাকার কারণে পরে সরে দাঁড়ান উভয়েই।

Advertisement

মায়াপুরে চৈতন্যদের জন্মস্থান শ্রী যোগপীঠ মন্দির

ছবিতে শ্রীচৈতন্যর জীবনের বড় একটা অংশ থাকবে। থাকবে চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যের খুঁটিনাটিও। তবে যদিও পুরোপুরি পিরিয়ড ফিল্ম হবে না এই ছবি। কবে থেকে শ্যুট শুরু হবে? প্রযোজক জানিয়েছেন, জুন কিংবা জুলাইয়ে সৃজিত পুরোদমে মাঠে নেমে পড়বেন।

বাবা-মায়ের কোলে সদ্যোজাত শ্রী চৈতন্য

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement