শ্রীদেবীর স্মরণসভা। আয়োজন করেছিলেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির কুশীলবরা। রবিবার চেন্নাইয়ের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মায়ের স্মরণসভায় হাজির ছিলেন অভিনেত্রীর দুই মেয়ে, খুশি ও জাহ্নবী।
প্রার্থনা ও স্মরণসভায় হাজির ছিলেন শ্রীদেবীর স্বামী বনি কপূরও। দুই মেয়ে-সহ ছিলেন পরিবারের অন্য সদস্যরাও। এই অনুষ্ঠানে মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি। স্মরণসভার এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে শ্রীদেবী ও তাঁর পরিবারের বিভিন্ন ফ্যানক্লাব।
তামিলনাড়ুর শিবকাশীতে ১৯৬৩ সালের ১৩ অগস্ট জন্ম হয়েছিল শ্রীদেবীর। তামিল ছবিতেই প্রথম অভিনয় করেছিলেন তিনি। ১৯৬৯ সালে ‘থুনাইভান’ ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে হাতেখড়ি হয় শ্রীদেবীর। তাই বলিউডের সঙ্গে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও শ্রীদেবীর বিপুল জনপ্রিয়তা রয়েছে।
সাউথ ইন্ডিয়ান আর্টিস্টস অ্যাসোসিয়েশনও শ্রদ্ধা জানায় শ্রীদেবীকে। উপস্থিত ছিলেন দক্ষিণী অভিনেতা শিবকুমার, শ্রীপ্রিয়া, পদ্মিনী, কে ভাগ্যরাজ-সহ একাধিক তারকা।
এ দিনের অনুষ্ঠানেও শ্রীদেবীর পছন্দের সাদা রঙের ফুল দিয়েই সাজানো হয়েছিল। চেন্নাইতে শ্রীদেবীর স্মরণসভার এই ছবি শেয়ার করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্র। মণীশ শ্রীদেবীর অন্যতম প্রিয় বন্ধু ছিলেন। কপূর পরিবারের সঙ্গে চেন্নাইতে গিয়েছিলেন মণীশও।