Sreejita De

জার্মানির চার্চে গিয়ে বিয়ে সারলেন বাঙালি অভিনেত্রী, হলদিয়ার মেয়ে সৃজিতা

প্রায় চার বছরের সম্পর্ক। ‘বিগ বস্’-এর ঘরে বিয়ের ঘোষণা। দেশে নয়, বিদেশে গিয়ে বিয়ে সারলেন অভিনেত্রী সৃজিতা দে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৩ ১৮:২২
Share:

বিবাহবন্ধনে আবদ্ধ হল সৃজিতা দে। ছবি : ইনস্টাগ্রাম।

‘বিগ বস্’-এর ঘরেই বিয়ের ঘোষণা বাঙালি অভিনেত্রী সৃজিতা দের। হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ সৃজিতা। প্রায় চার বছরের সম্পর্ক প্রেমিক মাইকেল ব্লোম পাপের সঙ্গে। মাঝে বেশ ক’বছর একত্রবাস করেছেন সৃজিতা ও মাইকেল। অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। দেশে নয়, জার্মানির চার্চে সম্পন্ন হল বিয়ে। পাত্র খ্রিস্টান। সেই ধর্মের রীতি মেনেই হল অভিনেত্রীর।

Advertisement

বিয়ের দিন সৃজিতা সেজেছিলেন সাদা গাউনে, বরের পরনে ছিল কালো থ্রি পিস স্যুট। আগেই জানিয়েছিলেন, ১ জুলাই বর মাইকেলের দেশে গিয়ে বিয়ে করবেন। সে মতোই হল সব অনুষ্ঠান। অভিনেত্রী নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘আমরা একে অপরের হাতে হাত রেখে এক নতুন শুরু করছি, যা সারজীবনের।’’ বিয়ে জার্মানিতে হলেও, আগামী ১৭ জুলাই মুম্বইয়ে রিসেপশনের আয়োজন করেছেন অভিনেত্রী ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব ও সতীর্থদের জন্য।

২০১৯ সালে তাঁদের আলাপ। তার অল্প কয়েক দিনের মাথায় আইফেল টাওয়ারের সামনে সৃজিতাকে প্রেমপ্রস্তাব দেন মাইকেল। কথা ছিল, ২০২১ সালেই বিয়ে করবেন তাঁরা। তবে কোভিডের কারণে ভেস্তে যায় সেই পরিকল্পনা। স্বামী মাইকেলের সম্পর্কে সৃজিতা বলেন, ‘‘মাইকেল সেই মানুষ, যে আমার জীবনে স্থিরতা এনেছে।’’

Advertisement

হলদিয়ার মেয়ে সৃজিতা, হিন্দি টেলিভিশনে তাঁর অভিষেক হয় ‘কসৌটি জিন্দেগি কে’ দিয়ে। তার পর একে একে ‘উত্তরণ’, ‘করম আপনা আপনা’, ‘অন্নু কি হো গয়ি ওয়াহ্‌ ভাই ওয়াহ্‌’-র মতো সিরিয়ালে জনপ্রিয়তা পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement