Bonny Sengupta

উইন্ডোজ়ের আগামী ছবিতে বনি! পরিচালনার দায়িত্বে অরিত্র?

‘আমার বস্’ মুক্তির পাওয়ার আগেই শীতের ছবির পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে উইন্ডোজ় প্রোডাকশনের অন্দরে। পরিচালক অরিত্রের নতুন ছবিতে দেখা যেতে পারে বনি সেনগুপ্তকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৭:২৫
Share:
speculations are Actor Bonny Sengupta will be seen in windows production next movie

অরিত্র মুখোপাধ্যায়ের আগামী ছবিতে বনি? ছবি: সংগৃহীত।

৯ মে মুক্তি পেতে চলেছে ‘আমার বস্’। ছবির প্রচার নিয়ে তাই ব্যস্ততা তুঙ্গে। শ্যুট চলছে ‘রক্তবীজ ২’ ছবির। আর তার মাঝেই নাকি আগামী ছবির পরিকল্পনা করে ফেলেছে ‘উইন্ডোজ় প্রোডাকশন’। এ বার পরিচালকের আসনে থাকছেন না নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ‘রক্তবীজ ২’ এর পরের ছবিতে তাঁরা নাকি শুধুই প্রযোজক। উইন্ডোজ়ের আগামী ছবি পরিচালনা করবেন অরিত্র মুখোপাধ্যায়।আগেও তাঁর পরিচালিত ছবি দেখেছেন দর্শক। অরিত্র পরিচালিত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’, ‘বাবা বেবি ও’ তিনটি ছবিই দর্শকের বিপুল প্রশংসা পেয়েছে। তবে ছবির কাহিনি বা কলাকুশলী সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, নতুন ছবিতে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে।

Advertisement

আগে উইন্ডোজ় প্রোডাকশনের কোনও ছবিতে দেখা যায়নি বনিকে। মূলধারার বাণিজ্যিক ছবিতেই বার বার তাঁকে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, নায়কের সঙ্গে একপ্রস্ত কথাও হয়ে গিয়েছে প্রযোজনা সংস্থার। কিন্তু এখনও চুক্তিতে সই হওয়া বাকি। তাই চূড়ান্ত করে কিছুই বলা যাচ্ছে না।

সদ্য শিবপ্রসাদ-কৌশানী মুখোপাধ্যায়ের জুটি নিয়ে বিপুল আলোচনা হয়েছে টলিপাড়ার অন্দরে। ‘বহুরূপী’ ছবিতে নায়িকাকে একেবারে বদলে দিয়েছিলেন পরিচালক। বনির ক্ষেত্রেও কি তা হবে? সেই প্রশ্ন থেকেই যায়। শোনা গিয়েছিল, কেরিয়ারে কৌশানীর উত্তরোত্তর উন্নতি একেবারেই নাকি সহ্য করতে পারছেন না বনি। শিবপ্রসাদের পরেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবির নায়িকা তিনি। কৌশানীর এই দুর্দান্ত ইনিংস নাকি সহ্য করতে পারছেন না নায়ক। যদিও আনন্দবাজার ডট কমকে অবশ্য নায়ক জানিয়েছিলেন, সবটাই রটনা। তাঁরা একসঙ্গে ঘুরতেও যাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement