গ্রেফতারির মুহূর্তে কোন বার্তা দিলেন অল্লু অর্জুন? ছবি: সংগৃহীত।
গত ৪ নভেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে অল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল ফটক। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই মহিলার সন্তান। এই ঘটনায় শুক্রবার গ্রেফতার করা হয়েছে অভিনেতা অল্লু অর্জুনকে। যদিও অভিনেতার বাড়িতে পুলিশ হাজির হওয়ার পরবর্তী একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (এই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি)। সেখানে চায়ের কাপে চুমুক দিতে দিতেই বেরিয়ে গেলেন। যাওয়ার আগে স্ত্রী স্নেহার জন্য কী করলেন?
হায়দরাবাদের চিক্কাদপল্লি থানা থেকে জুবিলি হিলসে অবস্থিত অল্লু অর্জুনের বাড়ি যান পুলিশকর্মীরা। সেখান থেকেই তাঁকে হেফাজতে নেওয়া হয়। এর পর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, সেখানে আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। গ্রেফতারির সময় বাড়িতেই খোশমেজাজে ছিলেন অভিনেতা। চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিলেন। পরনের টি-শার্টে লেখা তাঁরই ব্লকবাস্টার সিনেমার সংলাপ- ‘ফ্লাওয়ার নেহি, ফায়ার হ্যায়…’। সেই পোশাক পরেই পুলিশের সামনে স্ত্রী স্নেহা রেড্ডির গালে চুম্বন করে বাড়ি থেকে বের হলেন। গ্রেফতারি নিয়ে উদ্বেগের লেশমাত্র নেই অল্লুর চোখেমুখে। তবে শোনা যাচ্ছে, আচমকা এ ভাবে পুলিশ বাড়ির অন্দরমহলে ঢুকে পড়ায় বিরক্ত অভিনেতা। হায়দরাবাদ পুলিশ আগেই জানিয়েছিল, সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।