মধুমিতা এবং সৌরভ।—ছবি ফেসবুক থেকে সংগৃহীত।
টলি দুনিয়ার পরিচিত মুখ সৌরভ চক্রবর্তী এবং মধুমিতা সরকার। জনপ্রিয় টেলি সিরিয়াল ‘সবিনয় নিবেদন’-এ ওই জুটির অভিনয় মন কেড়েছিল দর্শকদের। দু’জনের প্রেমের শুরুটা হয়েছিল ২০১১ নাগাদ। রিল লাইফ সম্পর্ক ক্রমশ পরিণতি পায় রিয়েল লাইফ বিয়েতে। ইদানীং ওই জনপ্রিয় জুটির রসায়ন নিয়ে নানা জল্পনা হচ্ছিল টলি টাউনের অন্দরে। কানাঘুষো শোনা যাচ্ছিল, বিবাহবিচ্ছেদের দিকে এগোচ্ছেন সৌরভ-মধুমিতা।
সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে বৃহস্পতিবার আনন্দবাজার ডিজিটালকে সৌরভ জানান, বিবাহ বিচ্ছেদের পথেই এগোচ্ছেন তাঁরা। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত? সৌরভের কথায়, ‘‘ডিভোর্স মানেই আমরা বেশির ভাগ ক্ষেত্রে ধরে নিই পরকীয়া বা বাড়ির কোনও সমস্যা। কিন্তু সব চেয়ে বড় ব্যাপার হল দু’জনের মধ্যে ভারসাম্য ঠিক রয়েছে কিনা। কোথাও গিয়ে আমাদের কম্পেটিবেলিটি খাপ খাচ্ছিল না। ডিভোর্সটা আমাদের কাছে ওই লড়তে লড়তে, ঘামতে ঘামতে করার বিষয় নয়। আমাদের মনে হয়েছে আমরা আলাদা থাকলে অনেক ভাল থাকব।’’
কিন্তু দর্শক মহলেও তো তাঁরা বেশ জনপ্রিয় জুটি । সৌরভের কথায়,‘‘বন্ধুত্ব থাকবে আগের মতোই।’’ ভবিষ্যতে কোনও ছবিতে বা মেগায় যদি একসঙ্গে কাজ করতে হয় সে ক্ষেত্রে কী করবেন? সৌরভের বক্তব্য, ‘‘মনে তো হয় অসুবিধা হবে না। আমি বা মধুমিতা কেউই আগে তিনটে ডিভোর্স করে আসিনি। বাদবাকি এই মনে হওয়াটা মনই জানে।’’
আরও পড়ুন: টাইগারকে জমি ছাড়তে নারাজ
কথায় কথায় তিনি বললেন আট বছরের দুর্দান্ত প্রেমের কথা। কষ্ট হচ্ছে তাও স্বীকার করে নিলেন অকপটে। তাঁর কথায়, ‘‘সামান্য একটা মাচা বাঁধলে, সেটা ভাঙতে গেলেও খারাপ লাগে আর এ তো আট বছরের অভ্যাস।’’
জীবনের সমস্ত ভাল এবং খারাপ সময়েও যে মধুমিতা সঙ্গে ছিলেন সে কথাও জানালেন। সৌরভ বললেন, ‘‘আমরা ডিভোর্স করছি বলে মধুমিতা রাতারাতি আমার শত্রু হয়ে যাবে, তা তো নয়। আর তা ছাড়া আমরাও আমাদের দু’জনের মধ্যে সেই শত্রুতা আনতে চাইনা। এখানে কেউ মারা যাচ্ছে না। দুটো মানুষ বাঁচতে চাইছেন আলাদা ভাবে।’’
আরও পড়ুন: বলিউডে পা সানি-পুত্র কর্ণের, মুক্তি পেল ছবির ট্রেলার
আর পরিবারের প্রতিক্রিয়া? সৌরভ জানালেন, প্রেম করেছিলেন পরিবারকে না জানিয়ে। তাই এই সিদ্ধান্তের ব্যাপারেও কেউ খুব একটা ঢুকতে চাইছেন না। তবে সৌরভের মা যে বিষয়টা নিয়ে কষ্ট পাচ্ছেন তা-ও জানালেন অভিনেতা।
যদিও পুরো ঘটনা প্রসঙ্গে মধুমিতাকে বেশ কয়েকবার ফোন করা সত্ত্বেও ফোন ধরেননি তিনি।