সৌমিত্র চট্টোপাধ্যায়।
ফুসুফসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। একটু সুস্থ হয়ে বাড়ি ফিরতেই আবার পুরোদস্তুর কাজে নেমে পড়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবির নাম ‘রোম্যান্স’। পরিচালক শ্যামল বসু। তাঁর আগের ছবি ‘দৃষ্টি’-তেও কাজ করেছিলেন সৌমিত্র। সৌমিত্র ছাড়াও ওই ছবিতে দেখা যাবে ভাস্কর বন্দ্যোপাধ্যায়, দোলন রায়কে।
এই ছবিতে রয়েছে আরও এক নতুন চমক। ছবির নায়ক এবং নায়িকা দু’জনেই ওপার বাংলার।নাম লিবন এবং মেহেরিমা।
নামটাই যখন ‘রোম্যান্স’ তখন তা যে আদ্যপান্ত রোম্যান্টিক ছবি হতে চলেছে তাঁর আঁচ ভালভাবেই পাওয়া যাচ্ছে। গল্পের হিরোর দিন কাটে কলেজ আর পড়াশুনায়। কিন্তু ভালবাসার মানুষটার খোঁজ পায় না সে কিছুতেই। মেয়েরা যে তাঁর জীবনে আসে না এমন নয়। বড় লোক বাবার ছেলে। নিজেও প্রতিষ্ঠিত সে। পাবে কি সে তাঁর কাছের মানুষকে খুঁজে? এই নিয়েই গল্প বলবে ‘রোম্যান্স’। সেপ্টেম্বরের ১৪ তারিখ থেকে শুরু হবে ওই ছবির শুটিং। সব ঠিক থাকলে নভেম্বরে মুক্তি পাবে ওই ছবি।
আরও পড়ুন-প্রকাশ্যে এল টানটান উত্তজনায় ভরা ‘গুমনামী’-র ট্রেলার
আরও পড়ুন- প্রিয়ঙ্কার ইনস্টা পোস্টে জাইরা ওয়াসিম, ফের দানা বাঁধল বিতর্ক!