অভিনেতা সুরজ পাঞ্চোলি। ছবি: সংগৃহীত।
গুরুতর আহত হলেন বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলি। সূত্রের খবর, নতুন ছবি ‘কেশরী বীর: লেজেন্ড অফ সোমনাথ’ ছবির শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। হঠাৎ করেই তাঁর ঊরু আগুনে ঝলসে যায়।
পিরিয়ড ছবি। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুরজ। সূত্রের দাবি, ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। তেমনই একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেতা। ইউনিট সূত্রের খবর, ছবির শুটিং চলছিল মুম্বইয়ের ফিল্ম সিটিতে। অ্যাকশন ডিরেক্টরের নির্দেশে একটি বিস্ফোরণের দৃশ্যের শুটিং চলছিল। তার মাঝে সুরজকে লাফ দিতে হতো। কিন্তু স্টান্ট করার আগেই ঘটে বিস্ফোরণ। ওই বিস্ফোরণের জন্য প্রচুর বারুদ ব্যবহার করা হয়েছিল। আগুনে ঊরু এবং পায়ের ভিতরের অংশ আগুনে ঝলসে যায় অভিনেতার।
সূত্রের দাবি, সেটে চিকিৎসকদের একটি টিম দুর্ঘটনার পরেই সুরজের চিকিৎসা করে। নির্মাতারা অভিনেতাকে শুটিং বন্ধ রাখতে বলেন। কিন্তু সুরজ তার পরেও ব্যথা সহ্য করে সম্পূর্ণ শিডিউলের শুটিং শেষ করেন। প্রিন্স ধীমান পরিচালিত এই ছবিটি সুরজের কেরিয়ারের প্রথম বায়োপিক হতে চলেছে। নির্মাতাদের দাবি, ছবিতে অন্য অবতারে দর্শকের সামনে উপস্থিত হবেন অভিনেতা। তবে চোট পাওয়ার পরে সুরজের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০১৫ সালে ‘হিরো’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন আদিত্য পাঞ্চোলি এবং জ়রিনা ওয়াহাবের পুত্র সুরজ। তার পর ‘স্যাটেলাইট শঙ্কর’ এবং ‘টাইম টু ডান্স’ ছবিতে দর্শক সুরজকে দেখেছেন। তবে কাঙ্ক্ষিত সাফল্য এখনও তাঁর কাছে অধরাই রয়ে গিয়েছে। নতুন ছবিটির মাধ্যমে সুরজের প্রত্যাবর্তন সাফল্য আনে কি না, তা জানার অপেক্ষা।