sonu nigam

Sonu Nigam: দক্ষিণেশ্বর মন্দিরে সোনু নিগম, মা কালী দর্শন করে আপ্লুত গায়ক

মন্দির কমিটির অন্যতম প্রধান কর্মকর্তা কুশল চৌধুরী আনন্দবাজার অনলাইনকে জানালেন, সোনুর সঙ্গে তাঁর পরিচিতি অনেক দিনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৯:৫৮
Share:

সোনু নিগম এবং মন্দির কমিটির কর্মকর্তা কুশল চৌধুরী

রবিবার বিকেলে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে উপস্থিত হন বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগম। রবিবার সকালেই মন্দির কমিটির অন্যতম প্রধান কর্মকর্তা কুশল চৌধুরীকে তিনি ফোন করে মন্দিরে আসবেন বলে জানান। নির্দিষ্ট সময়েই তিনি মন্দির প্রাঙ্গনে পৌঁছন।

Advertisement

কোভিড বিধির অন্যথা হয়নি কোথাও। সমস্ত রকম সচেতনতা মেনেই মা কালীর মন্দিরের ভিতরে প্রবেশ করেন সোনু। দেবীমূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন, পুজো দেন। পুজো দিয়ে ফেরার সময়ে মন্দির কমিটির দফতরে কিছু ক্ষণ সময় কাটান তিনি। সোনুর জন্য কোনও ভিড় জমেনি প্রাঙ্গনে। কেউ জানার আগেই তিনি প্রসাদ নিয়ে মন্দির প্রাঙ্গন থেকে বেরিয়ে যান।

কুশল চৌধুরী আনন্দবাজার অনলাইনকে জানালেন, সোনুর সঙ্গে তাঁর পরিচিতি অনেক দিনের। তাঁর কথায়, ‘‘কাজের সূত্রে সোনু কলকাতা এসেছিলেন। তিনি দক্ষিণেশ্বর মন্দির দর্শন করতে আসবেন বলে জানিয়েছিলেন। বলেছিলেন, কোভিড বিধি মেনেই পুজো দেবেন। তিনি তাঁর কথা রেখেছেন। আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন সোনু।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement