Sonu Nigam

সোজা হতে পারছেন না, ব্যথায় কাতর সোনু বাধ্য হলেন গান থামাতে, কী এমন হল গায়কের?

মঞ্চ থেকে নেমে কোমর-পা টেনে মালিশ করার চেষ্টা করেন, কিন্তু কোনও লাভ হয়নি। আপাতত শয্যাশায়ী গায়ক। কী হল সোনু নিগমের?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২১
Share:
গান থামাতে বাধ্য হলেন সোনু।

গান থামাতে বাধ্য হলেন সোনু। ছবি: সংগৃহীত।

সম্প্রতি পুণের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গায়ক সোনু নিগম। দর্শকাসন পরিপূর্ণ। নীল স্যুট সাদা শার্ট, চোখে রোদচশমা পরে নিজের একের পর এক জনপ্রিয় গানগুলি শোনাচ্ছিলেন সোনু। এমন সময় হঠাৎই ব্যথা। প্রথমে সোনু ভেবেছিলেন, তাঁর পেশিতে টান ধরেছে। পিঠের ব্যথাকে প্রাথমিক ভাবে পাত্তা দিতেই চাননি। কিন্তু শেষ পর্যন্ত আর গান গাইতে পারেননি। নেমে যান মঞ্চ থেকে। কী এমন হয়েছিল সোনুর?

Advertisement

মঞ্চ থেকে থেমে কোমর-পা টেনে মালিশ করার চেষ্টা করেন কিন্তু কোনও কাজ হয়নি। আপাতত শয্যাশায়ী গায়ক। নিজেই একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, “অনেক কষ্ট করে বেঁচে আছি। দিনটা দুঃস্বপ্নের মতো কাটল। গান গাওয়ার সময় নাচানাচি করতে হয়। আমি ভাবলাম তেমনই কোনও খিঁচুনি ধরেছে। যদিও সামলে নিয়েছি। দর্শকের প্রত্যাশা আমার থেকে অনেকটা বেশি, তাঁদের নিরাশ করতে চাই না।”

যন্ত্রণা যে অসহনীয় ছিল সেটা সোনুর পোস্ট করা ভিডিয়ো থেকে বোঝা যাচ্ছে। গায়ক বলেন “মনে হচ্ছিল শিরদাঁড়ায় যেন সুচ বিঁধে রয়েছে। একটু নড়াচড়া করলে মনে হচ্ছে সেটা আরও গভীরে প্রবেশ করবে। যদিও দেবী সরস্বতীর কৃপায় আমি দিনটা উতরে যেতে পেরেছি।”

Advertisement

শোনা যাচ্ছে, অনুষ্ঠান শুরুর আগেই যন্ত্রণা শুরু হয়েছিল, তবে তার পরও তিনি মঞ্চে ওঠেন। আর তাতেই বিষয়টি গুরুতর হয়ে যায়। এ দিকে গায়কের এমন পেশাদারিত্ব দেখে সোনুর প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement